টি-টোয়েন্টিতে আর কিপিং করবেন না মুশফিক

মুশফিকুর রহিম
মুশফিকুর রহিম  © ফাইল ফটো

স্ট্যাটাস বলে এখন পর্যন্ত দেশের সেরা উইকেট কিপার মুশফিকুর রহিম। গত ১৬ বছর ধরে উইকেটের পেছনে দারুণ ভাবে দায়িত্ব পালন করে আসছেন মুশফিক। তবে একটা সময় তো ছাড়তে হবে দায়িত্ব। সেই সময় হয়তো চলে এসেছে। গত জিম্বাবুয়ে ও অস্ট্রেলিয়া সিরিজে ব্যক্তিগত কারণে দূরে ছিলেন জাতীয় দল থেকে।

রবিবার ম্যাচ শেষে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে প্রধান কোচ রাসেল ডমিঙ্গো বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, ‘মুশফিক নিজেই জানিয়েছে, এই ফরম্যাটে সে আর কিপিং করবে না।’

টাইগার কোচ বলেন, মুশফিকের সাথে আলোচনা করে দুই ম্যাচ পর কিপার পরিবর্তনের সিদ্ধান্তে পরিবর্তন এসেছে। দ্বিতীয় ম্যাচের পর তার কিপিং করার কথা। সে আমাকে বলেছে, টি-টোয়েন্টিতে আর কিপিং করতে চায় না। আমাদের তাই এটা মেনে নিয়ে এগিয়ে যেতে হবে। আমার মনে হয় না মুশফিকের আর এই ফরম্যাটে কিপিং করার তেমন ইচ্ছা আছে। আমরা তাই সোহানের দিকে মনোযোগ রাখছি, এবং তাকেই কিপিংয়ের দায়িত্ব দিতে যাচ্ছি।


সর্বশেষ সংবাদ