দেশের মাটিতে টি-টোয়েন্টিতে সর্বনিম্ন স্কোর

ব্যাটিং ব্যর্থতায় সিরিজ জয়ের অপেক্ষা বাড়ল বাংলাদেশের
ব্যাটিং ব্যর্থতায় সিরিজ জয়ের অপেক্ষা বাড়ল বাংলাদেশের   © সংগৃহীত

নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের তৃতীয়টিতে ৫২ রানে হেরেছে বাংলাদেশ। ১২৯ রানের লক্ষ্যে খেলতে নেমে ৭৬ রানে অলআউট হয় টাইগাররা। এটি দেশের মাটিতে টি-টোয়েন্টিতে সর্বনিম্ন স্কোর, সব মিলিয়ে দ্বিতীয় সর্বনিম্ন বাংলাদেশের।

এর আগে দেশের মাটিতে বাংলাদেশের সর্বনিম্ন স্কোর ছিল ২০১১ সালে পাকিস্তানের বিপক্ষে ৮৫/৯। অলআঊট হয়েছে এমন ম্যাচে দেশের মাঠে সর্বনিম্ন টি-টোয়েন্টিতে স্কোর ৯৬ রান। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ২০১৫ সালে।

অন্যদিকে, টি-টোয়েন্টিতে বাংলাদেশের সর্বনিম্ন চারটি স্কোরই নিউজিল্যান্ডের বিপক্ষে (৭০, ৭৬, ৭৬ ও ৭৮)।

সংক্ষিপ্ত স্কোর:

নিউজিল্যান্ড: ২০ ওভারে ১২৮/৫ (অ্যালেন ১৫, রাচিন ২০, ল্যাথাম ৬৫*, ইয়াং ২০, ডি গ্র্যান্ডহোম ০, ল্যাথাম ৫, নিকলস ৩৬*, ব্লান্ডেল ৩০*; মেহেদি ৪-০-২৭-১, নাসুম ২-০-১০-০, মুস্তাফিজ ৪-১-২৯-১, সাকিব ৪-০-২৪-০, সাইফ ৪-০-২৮-২, মাহমুদউল্লাহ ৪-০-১০-১)

বাংলাদেশ: ১৯.৪ ওভারে ৭৬ (নাঈম ১৩, লিটন ১৫, মেহেদি ১, সাকিব ০, মুশফিক ২০*, মাহমুদউল্লাহ ৩, আফিফ ০, সোহান ৮, সাইফ ০, নাসুম ১, মুস্তাফিজ ৪; ডাফি ৪-০-১৫-০, এজাজ ৪-০-১৬-৪, ম্যাকনকি ৪-০-১৫-৩, রাচিন ৪-০-১৩-১, কুগেলাইন ৩-০-১৪-১, ডি গ্র্যান্ডহোম ০.৪-০-৩-১)


সর্বশেষ সংবাদ