টি-২০ বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে কোথায়

সম্প্রতি অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশ টি-২০ ক্রিকেট দলের খেলোয়াড়েরা
সম্প্রতি অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশ টি-২০ ক্রিকেট দলের খেলোয়াড়েরা  © ফাইল ফটো

আসন্ন টি-২০ বিশ্বকাপের শীর্ষ আট দলে থাকতে না পেরে প্রথম রাউন্ড খেলতে হচ্ছে বাংলাদেশ ও শ্রীলঙ্কাকে। আসরের প্রথম দিনই বাংলাদেশের খেলা। গ্রুপ ‘বি’তে বাংলাদেশের প্রতিপক্ষ স্কটল্যান্ড। ১৯ অক্টোবর দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ খেলবে ওমানের বিপক্ষে। প্রথম রাউন্ডের শেষ ম্যাচ ২১ অক্টোবর, পাপুয়া নিউগিনির বিপক্ষে। প্রথম রাউন্ডে তিনটি ম্যাচই বাংলাদেশ খেলবে ওমানে।

টি-২০ বিশ্বকাপের গ্রুপিং আগে ঠিক হলেও মঙ্গলবার সকালে সূচি ঘোষণা করে আইসিসি।

প্রথম রাউন্ডে বাংলাদেশ গ্রুপ সেরা হলে

আফগানিস্তান-বাংলাদেশ : ২৫ অক্টোবর, রাত ৮টা (শারজাহ)

বাংলাদেশ-এ ২ : ২৭ অক্টোবর, রাত ৮টা (আবুধাবি)

নিউজিল্যান্ড-বাংলাদেশ : ৩ নভেম্বর, বিকেল ৪টা (দুবাই)

ভারত-বাংলাদেশ : ৫ নভেম্বর,  রাত ৮টা (দুবাই)

পাকিস্তান-বাংলাদেশ : ৭ নভেম্বর, রাত ৮টা (শারজাহ)

প্রথম রাউন্ডে বাংলাদেশ গ্রুপে দ্বিতীয় হলে

এ ১-বাংলাদেশ : ২৪ অক্টোবর, বিকেল ৪টা (শারজাহ)

ইংল্যান্ড-বাংলাদেশ : ২৭ অক্টোবর, বিকেল ৪টা (আবুধাবি)

ওয়েস্ট ইন্ডিজ-বাংলাদেশ : ২৯ অক্টোবর, বিকেল ৪টা (শারজাহ)

দক্ষিণ আফ্রিকা-বাংলাদেশ : ২ নভেম্বর, বিকেল ৪টা (আবুধাবি)

অস্ট্রেলিয়া-বাংলাদেশ : ৪ নভেম্বর, বিকেল ৪টা (দুবাই)

উল্লেখ্য, সর্বশেষ ২০১৬ সালে টি-২০ বিশ্বকাপে প্রথম রাউন্ডে সেরা হয়েই পরের ধাপে গিয়েছিল বাংলাদেশ। তবে ‘সুপার টেন’ পর্বে তারা সব ম্যাচ হেরেছিল পাকিস্তান, অস্ট্রেলিয়া, ভারত ও নিউজিল্যান্ডের বিপক্ষে।


সর্বশেষ সংবাদ