‘অনেকদিন পর বাসায়’ ফিরে কী করলেন সোহান
‘‘নেন ভাই নেন, তাড়াতাড়ি শেষ করেন ভাই। অনেকদিন পর বাসায় যাবো’’। বাংলাদেশের জাতীয় দলের ক্রিকেটার নুরুল হাসান সোহান খেলার মাঠে সাকিব আল হাসানের উদ্দেশ্যে এমন কথা বলে ভাইরাল হওয়ার পর ঠিক কখন বাসায় গিয়েছিলেন, কী করলেন প্রায় তিন মাস পর বাসায় ফিরে?
বিবিসি বাংলাকে সোহান বললেন, সোমবার রাতে শেষ পর্যন্ত আর বাসায় ফেরা হয়নি তার। বাংলাদেশ দলের খেলোয়াড়েরা টিম হোটেল ছেড়েছেন মঙ্গলবার। বাসায় ফিরেই একজন অসুস্থ স্বজনকে নিয়ে হাসপাতালে যেতে হয় সোহানকে। সেখান থেকে বাসায় ফিরতে ফিরতে রাত হয়ে যায়।
৯০ দিন বাড়ি ফেরা হয়নি বাংলাদেশ ক্রিকেট দলের, ঢাকায় থেকেও অনেকেই ঢাকার বাসাতেই যেতে পারেন না এখন কোভিড প্রটোকলের কারণে, তাই শেষ টি টোয়েন্টিতে যখন অস্ট্রেলিয়ার একটি উইকেট ফেলা বাকি তখন সাকিবের উদ্দেশ্যে নুরুল হাসান সোহান বলেন, ‘নেন ভাই নেন, তাড়াতাড়ি শেষ করেন ভাই। অনেকদিন পর বাসায় যাবো।’
দেখুন: ‘সাকিব ভাই তাড়াতাড়ি শেষ করেন, অনেকদিন পর বাসায় যাব’ (ভিডিও)
স্ট্যাম্প মাইকে শোনা যায় এই কথা। সামাজিক যোগাযোগ মাধ্যমে এই দুটো লাইনের ভিডিওটি ছড়িয়ে পড়েছে। বাংলাদেশের ক্রিকেট ভক্তরা এটা শেয়ার করছেন।
অনেকে বলছেন অস্ট্রেলিয়া ক্রিকেট দলকে পাত্তা না দেয়ার কথা। কিন্তু নুরুল হাসান সোহান বলছেন, ‘‘আমরা যে পরিস্থিতিতে থাকি সেখানে আসল খেলা হয় খেলার মাঠের বাইরে। কোভিড পরিস্থিতি টানা হোটেলে থাকতে হয়, এই সময়টা খুব কঠিন। বাইরে থেকে বোঝা মুশকিল।’’
ঢাকা থেকে হারারে, হারারে থেকে আবার ঢাকা ফিরে আর বাড়ি ফেরা হয়নি অস্ট্রেলিয়ার বিপক্ষে দলে থাকা ক্রিকেটারদের। মুশফিকুর রহিম এর মাঝে হারারে থেকে আগে ঢাকা ফিরেও দলের সাথে যোগ দিতে পারেননি বায়োবাবল ভাঙার কারণে।
সেই বাড়ি ফেরাই যেন মূখ্য হয়ে উঠলো স্ট্যাম্প মাইকে উঠে আসা কথায়, সোহান বলেন বাড়ি ফিরতে পেরে খুশি তিনি। সোহান বলেন, ‘‘খেলার জন্য যেটুকু ত্যাগ করতে হয় সেটা ত্যাগ বলা যায় না, পেশার অংশ, প্রফেশনাল ক্রিকেটার হিসেবে এটা মেনে নিতেই হবে।’’
তিনি বলেন, তবে এটাও সত্যি দীর্ঘদিন হোটেলে কাটানোর পরে বাসায় আসা সবার সাথে দেখা করা একটা বড় ব্যাপার এখন।
সোহানের অনুপ্রেরণা এক্ষেত্রে ভারতের কিংবদন্তী সাবেক অধিনায়ক মাহেন্দ্র সিং ধোনি। তবে তিনি বলেন, মুশফিকুর রহিমের সাথে তার কিপিং নিয়ে নিয়মিত কথা হয়। নুরুল হাসান সোহানের অভিষেক হয় খুলনাতেই, খুলনা জেলা স্কুলে পড়া সোহানকে নিয়ে এখন সামাজিক যোগাযোগ মধ্যে বেশ চর্চা হয় খুলনা শহরের ক্রিকেট ভক্তদের মাঝে, বিশেষত তরুণ যারা।