অলিম্পিক ফুটবলে সোনা জিতল ব্রাজিল

অলিম্পিক ফুটবলে সোনা জিতল ব্রাজিল
অলিম্পিক ফুটবলে সোনা জিতল ব্রাজিল  © সংগৃহীত

অলিম্পিক ফুটবলের ফাইনালে ব্রাজিল বনাম স্পেনের মধ্যকার খেলায় নির্ধারিত সময়ে ১-১ গোলে ড্র হয়। ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। পরে হাড্ডাহাড্ডি লড়াইয়ে ২-১ গোলে স্পেনকে হারিয়ে সোনা নিজেদের করে নেয় সেলেসাওরা।

বাংলাদেশ সময় শনিবার বিকেল ৫টায় ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হয়। ব্রাজিল টানা দ্বিতীয়বারের মতো ফাইনাল জিতেছে। পঞ্চম দেশ হিসেবে ফুটবলে টানা দ্বিতীয়বার সোনা জিতেছে তারা।

ম্যাচজুড়েই ছিল রোমাঞ্চ। মিস হয়েছে পেনাল্টি। গোলপোস্টও দুই দলের জন্য বাধা হয়ে দাঁড়িয়েছে বেশ কয়েকবার। মাথেউস কুইয়া প্রথমার্ধের একদম শেষদিকে ব্রাজিলকে এগিয়ে দেন। পরে দ্বিতীয়ার্ধে সমতা আনেন স্পেনের মিকেল ওইয়ারসাবাল। অতিরিক্ত সময়ে গোল করে ব্রাজিলকে সোনা এনে দেন মালকম।

এর আগে, ১৯৮৪, ১৯৮৮ ও ২০১২ সালের অলিম্পিকে ব্রাজিল ফাইনাল খেললেও কাক্সিক্ষত সোনা ধরা দেয়নি। ২০১২ লন্ডন অলিম্পিকে ফেবারিট হয়েও ব্রাজিল হেরে গিয়েছিল মেক্সিকোর কাছে।

কিন্তু গতবার আর কেউ আটকে রাখতে পারেনি দলটিকে। জার্মানিকে হারিয়ে স্বপ্নকে ছুঁয়ে ফেলে নেইমাররা। অন্যদিকে স্পেন সেই ১৯৯২ সালে সোনা জয়ের পর ২০০০ সালেও চলে গিয়েছিল খুব কাছে। কিন্তু ক্যামেরুনের কাছে হেরে রুপা নিয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে দলটিকে।


সর্বশেষ সংবাদ