সিরিজ জয়ের লক্ষ্যে সন্ধ্যায় মাঠে নামছে বাংলাদেশ

সিরিজ জয়ের লক্ষ্যে সন্ধ্যায় মাঠে নামছে টাইগাররা
সিরিজ জয়ের লক্ষ্যে সন্ধ্যায় মাঠে নামছে টাইগাররা  © সংগৃহীত

একদিন বিরতির পর আজ শুক্রবার (০৬ আগস্ট) পাঁচ ম্যাচ সিরিজের তৃতীয় টি-টোয়েন্টি ক্রিকেট ম্যাচে মুখোমুখি হবে স্বাগতিক বাংলাদেশ ও অস্ট্রেলিয়া। প্রথমবারের মতো ক্রিকেটের অন্যতম পরাশক্তি অস্ট্রেলিয়াকে টানা দুই ম্যাচে হারিয়ে দক্ষতার প্রমাণ দিয়েছে বাংলাদেশের টাইগাররা। অজিদের বিপক্ষে সিরিজ জয়ী হয়ে নতুন রেকর্ড গড়তে বাংলাদেশ দলের দরকার শুধু আর একটি ম্যাচে জয়। এই সুযোগ হাতছাড়া করতে চায় না বাংলাদেশ দল। এজন্য তৃতীয় ম্যাচেই জয় পেতে নানা রকম প্রস্তুতি নিয়ে মাঠে নামবে টাইগাররা।

এমনিতে প্রচণ্ড গরমে টানা দুই দিন ম্যাচ খেলার পর বিশ্রামই দাবি করে খেলোয়াড়দের শরীর। সিরিজে ২-০তে এগিয়ে থাকা বাংলাদেশের ক্রিকেটাররা কাঙ্ক্ষিত সেই বিশ্রাম পেলেনও। কিন্তু ব্যাটিং ব্যর্থতায় সিরিজ হারের দুয়ারে দাঁড়িয়ে থাকা অস্ট্রেলিয়ার সবার সেই সৌভাগ্য হলো না। সকালে হোয়াটসঅ্যাপ বার্তায় সংবাদমাধ্যমকে জানিয়ে দেওয়া হলো যে সফরকারী দলের ছোট্ট একটি গ্রুপ অনুশীলনে যাবে। মাঠে হাজিরা দেওয়ার পর অবশ্য দেখা গেল গ্রুপটা বিশালই। আটজন ক্রিকেটারের সঙ্গে সমানসংখ্যক সাপোর্ট স্টাফ মিলিয়ে ১৬ জনের বহর কঠোর অনুশীলনে ব্যস্ত থাকল পরের কয়েক ঘণ্টা।

তবে আজ সিরিজে ঘুরে দাঁড়াতে চায় অস্ট্রেলিয়া। আজ সন্ধ্যা ৬টায় শুরু হতে যাওয়া তৃতীয় ম্যাচে বাংলাদেশ অবশ্য সেই ‘ধরে রাখতে না পারা’র পুনরাবৃত্তিই চাইবে। আগের দুই ম্যাচ জিতে থাকায় দলের পরিবেশও যে দারুণ চাঙা, সেটি বলতে শোনা গেল তরুণ অফস্পিনিং অলরাউন্ডার শেখ মেহেদী হাসানকে, দিনের শেষে ম্যাচের ফলই সবচেয়ে গুরুত্বপূর্ণ। ফল ভালো হলে দলের পরিবেশ বা অন্য ব্যাপারগুলো ভালো হয়ে যায়। মনোযোগ তখন খুব ভালোভাবে চলে আসে। আজই সিরিজ জিতে নেওয়ায় স্বাগতিকরা কতটা মনোযোগী, তা নিশ্চয়ই আর বলে দিতে হবে না।


সর্বশেষ সংবাদ