সবচেয়ে বেশিবার শূন্য রানে আউটের রেকর্ড তামিমের
- টিডিসি স্পোর্টস
- প্রকাশ: ১৬ জুলাই ২০২১, ০৬:০৪ PM , আপডেট: ১৬ জুলাই ২০২১, ০৯:৩১ PM
জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের প্রথম ওয়ানডেতে কোনো রান না কারেই আউট হয়ে গেছেন অধিনায়ক তামিম ইকবাল। বিদায়ের আগে ৭ বল খেলেন বাংলাদেশের অধিনায়ক। এতে অনাকাঙ্ক্ষিত এক রেকর্ড গড়লেন তিনি।
ওয়ানডেতে ক্যারিয়ারের ১৯তম বারের মতো ‘গোল্ডেন ডাক’ মেরে আউট হন তামিম। বাংলাদেশের পক্ষে এখন সবচেয়ে বেশিবার শূন্য রানে আউট হওয়া ব্যাটসম্যানও তিনি।
বাংলাদেশের জার্সিতে এতদিন সবচেয়ে বেশি শূন্য রানের ইনিংসের যৌথ মালিকানা ছিল তামিম ইকবাল ও মাশরাফি বিন মর্তুজার দখলে। এবার সাবেক অধিনায়ককে ছাড়িয়ে গেলেন বর্তমান ওয়ানডে অধিনায়ক।
মাশরাফি বিন মর্তুজা ব্যাট হাতে জাতীয় দলের জার্সিতে মোট ৩৩ বার ‘ডাক’ মেরেছেন। তামিম ও মাশরাফির পরে অর্থাৎ তালিকার তৃতীয় স্থানে আছেন মোহাম্মদ আশরাফুল। এই ডানহাতি ব্যাটসম্যান জাতীয় দলের জার্সিতে মোট ৩১ বার শূন্য রানেই বিদায় নিয়েছেন। এরপর আছেন যথাক্রমে মুশফিকুর রহিম (২৬) ও হাবিবুল বাশার (২৫)।
তবে আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে বেশি ‘ডাক’ মারার রেকর্ড অবশ্য মুত্তিয়া মুরালিধরনের দখলে। সাবেক লঙ্কান কিংবদন্তি স্পিনার ক্যারিয়ারে মোট ৫৯ বার শূন্য রানে আউট হয়েছেন। এছাড়া একইভাবে ক্রিকেট বিশ্বে ‘ডাকবাবা’ বলে বেশ পরিচিতি রয়েছে পাকিস্তানের সাবেক তারকা শহিদ আফ্রিদিরও।