ব্রাজিল-ভেনেজুয়লা দিয়ে রাত ৩টায় কোপা আমেরিকা শুরু
- টিডিসি ডেস্ক
- প্রকাশ: ১৩ জুন ২০২১, ০১:৪০ PM , আপডেট: ১৪ জুন ২০২১, ০১:২৭ AM
সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে আজ মাঠে গড়াচ্ছে কোপা আমেরিকার ৪৭তম আসর। আজ সোমবার রাত ৩টায় (বাংলাদেশ সময়) উদ্বোধনী ম্যাচে (বি-গ্রুপ) স্বাগতিক ব্রাজিলের মুখোমুখি হবে ভেনেজুয়েলা।
টুর্নামেন্ট শুরু করতে কম ঝামেলা পোহাতে হয়নি কনমেবলের। করোনার আতঙ্কে এক বছর পিছিয়েও একের পর এক সমস্যার সম্মুখীন হয়েছে দক্ষিণ আমেরিকার ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা। ইতিহাস গড়ার মধ্য দিয়ে ৪৭তম সংস্করণের খেলা শুরু করতে চেয়েছিল আয়োজকরা। কিন্তু কলম্বিয়া ও আর্জেন্টিনায় প্রথমবার যৌথ আয়োজনের পরিকল্পনা থেকে সরে আসতে বাধ্য হয় তারা। কারণ কলম্বিয়ায় চলমান সরকারবিরোধী সহিংস আন্দোলন এবং আর্জেন্টিনায় করোনার প্রাদুর্ভাবের কারণে।
শেষ মুহূর্তে ভেন্যু বদলে ব্রাজিলে কোপা আয়োজনের ঘোষণা দেয় কনমেবল। করোনাকালে তাদের এই সিদ্ধান্তের পক্ষে ছিল না ব্রাজিলিয়ান ফুটবলাররা। নেইমাররা আনুষ্ঠানিক বিবৃতির মাধ্যমে ক্ষোভও প্রকাশ করেন। এমনকি টুর্নামেন্ট বন্ধ করতে তিনটি আবেদনও পড়েছিল দেশটির সুপ্রিমকোর্টে। সব আদালত খারিজ করে দেওয়ায় কোপা শুরু করতে আর কোনো বাধা নেই কনমেবলের, যা হট ফেবারিটের আসনে থেকে শুরু করবে ব্রাজিল এবং আর্জেন্টিনা নামবে শিরোপাখরা ঘোচানোর মিশনে।
কোপার সবশেষ আসর বসেছিল ব্রাজিলে। ২০১৯ সালে ফাইনালে পেরুকে ৩-১ গোলে হারিয়ে লাতিন অঞ্চলের শ্রেষ্ঠত্বের মঞ্চে শিরোপা উল্লাস করেছিল সেলেকাওরা। আরও একবার ঘরের মাঠে টুর্নামেন্ট খেলার সুযোগ পাওয়া তিতের দল এবারও ‘নিরঙ্কুশ’ ফেবারিট। আর শুরুতেই সহজ পরীক্ষার সামনে স্বাগতিকরা। আজ তাদের প্রতিপক্ষ ভেনেজুয়েলা। এই দলটির সঙ্গে আগের ১৪ সাক্ষাতে ১০ বার জয়ের হাসি হেসেছে সেলেকাওরা, ড্র করেছে তিনটি এবং হেরেছে অপরটিতে।
টুর্নামেন্টে ১০ দল খেলবে দুই গ্রুপে ভাগ হয়ে। দুই গ্রুপ টেবিলের শীর্ষ চার দল লড়বে কোয়ার্টার ফাইনালে। ১১ জুলাই রিও ডি জেনেইরোর মারকানা স্টেডিয়ামে ফাইনালের মধ্য দিয়ে পর্দা নামবে কোপা আমেরিকার। নেইমারদের দেশে চার শহরে পাঁচ ভেন্যুতে হবে ম্যাচগুলো, যা ঘরে বসেই উপভোগ করতে হবে ব্রাজিলিয়ানদের। কেননা, করোনা মহামারির কারণে প্রতিটি ম্যাচই দর্শকশূন্য স্টেডিয়ামে আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে কনমেবল।
ক্ষোভ একপাশে রেখে মাঠের লড়াইয়ে কতটা মনোযোগী হতে পারেন নেইমাররা সেটাই এখন দেখার অপেক্ষা। যদি এ যাত্রায় পথ হারায় নেইমাররা, তবে সেই সুযোগ কীভাবে কাজে লাগাতে পারেন লিওনেল মেসিরা তাতেও থাকবে ফুটবল ভক্তদের চোখ। সবার জানা, বৈশ্বিক টুর্নামেন্টে লম্বা সময় ধরে ভুগছে আর্জেন্টিনা, যারা সবশেষ শিরোপার স্বাদ পেয়েছে একই মঞ্চে। কিন্তু সেটা ১৯৯৩ সালে। এরপর আর কোনো মেজর টুর্নামেন্টে ট্রফি উঁচিয়ে ধরার সৌভাগ্য হয়নি আলবিসেলেস্তেদের। এখন সবার প্রত্যাশা সাম্বার তালে মাতবে ফুটবল। কিন্তু কতটা উপভোগ্য হয় লাতিন অঞ্চলের সবচেয়ে বড় এই ইভেন্ট সেটা এখন দেখার অপেক্ষা।