‘আর এমন হবে না’, ক্ষমা চেয়ে ভক্তদের উদ্দেশে বললেন সাকিব

সাকিব আল হাসান
সাকিব আল হাসান  © ফাইল ফটো

এবার ভক্তদের কাছে ক্ষমা চেয়েছেন সাকিব আল হাসান। শুক্রবার বিকেলে ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগে আবাহনী-মোহামেডান ম্যাচে তিন তিনবার মেজাজ হারান সাকিব আল হাসান। দুইবার আম্পায়ারের সিদ্ধান্তে চটে যান বিশ্বসেরা এই অলরাউন্ডার। পরে বৃষ্টির কারণে খেলা বন্ধের ঘোষণার পর সাজঘরে ফেরার সময় আবাহনীর দর্শকদের কথায় চটে যান সাকিব। সেখানে জবাব দিলে সাকিবের দিকে তেড়ে আসেন আবাহনীর কোচ খালেদ মাহমুদ সুজন।

‘এসব ঘটনার পর ফেসবুক স্ট্যাটাসে সাকিব বলেন, প্রিয় ভক্তবৃন্দ, মেজাজ হারিয়ে সবার জন্য ম্যাচটি নষ্ট করায় বিশেষ করে যারা ঘরে বসে ম্যাচ দেখছিলেন সবার কাছে আমি ক্ষমাপ্রার্থী। আমার মতো অভিজ্ঞ একজন খেলোয়াড়ের এমন প্রতিক্রিয়া দেখানো মোটেও উচিত হয়নি। তবে কিছু কিছু সময় সবকিছু ছাপিয়ে এমন অপ্রত্যাশিত কাজ হয়ে যায়। সব দল, ব্যবস্থাপনা কমিটি, টুর্নামেন্টের আয়োজক এবং কর্মকর্তাদের কাছে আমি এই মানবিক ভুলের কারণে ক্ষমাপ্রার্থী। আশা করি ভবিষ্যতে আমি আর কখনো এমনটি হবে না। সবাইকে ধন্যবাদ ও ভালবাসা।’


সর্বশেষ সংবাদ