১৫ রানেই সাজঘরে ফিরলেন সাকিব
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ২৩ মে ২০২১, ০২:২২ PM , আপডেট: ২৩ মে ২০২১, ০২:২৬ PM
শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ওয়ানডেতে টস জিতে ব্যাটিং নিলেও শুরুটা ভালো ছিল না বাংলাদেশের। দ্বিতীয় ওভারে ফিরে গেছেন লিটন দাস। সতর্ক ব্যাটিংয়ে প্রাথমিক ধাক্কা সামাল দেওয়ার চেষ্টা করেন তিনে নামা সাকিব আল হাসান ও তামিম ইকবাল। কিন্তু শেষ রক্ষা হয়নি দীর্ঘ দিন পর দলে ফেরা সাকিব আল হাসানের।
সতর্ক ব্যাটিংয়ে তামিমকে সঙ্গ দিলেও প্রত্যাশা পূরণ করতে পারেননি এই অলরাউন্ডার। অফ স্পিনার গুনাথিলাকার বলে ক্যাচ উঠিয়ে দেন লং অনে। সেটি লুফে নিতে ভুল করেননি নিসাঙ্কা। ৩৪ বল খেলা সাকিব সাজঘরে ফিরেছেন ১৫ রানে।
দেশের হয়ে সাকিব আল হাসান সর্বশেষ ওয়ানডেটি ছিল এই বছরের জানুয়ারি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে।
আরো পড়ুন টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ