১৭০ রানের লক্ষ্যে বাংলাদেশের ঝড়ো শুরু
নেপিয়ারে সিরিজের দ্বিতীয় টি-টুয়েন্টিতে নিউজিল্যান্ডের দেয়া ১৭০ রানের লক্ষ্যে খেলতে নেমে ঝড়ো ইনিংস শুরু করেছে বাংলাদেশ। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১২ ওভার শেষে ২ উইকেটে ১১০ রান করেছে বাংলাদেশ।
বাংলাদেশকে জয়ের স্বপ্ন দেখিয়ে সাজঘরে ফিরেছেন সৌম্য সরকার। ফেরার আগে গ্লেন ফিলিপসকে চার হাঁকিয়ে ২৫ বলে ৫ চার ও ৩ ছয়ে ফিফটি তুলে নেন তিনি।
বৃষ্টির কারণে বাংলাদেশ ও নিউজিল্যান্ডের মধ্যকার দ্বিতীয় টি-টোয়েন্টির ওভার কমানো হয়েছে। ২০ ওভারের পরিবর্তে খেলা হবে ১৬ ওভার, যেখানে টাইগারদের লক্ষ্য ১৭০ রান।
মঙ্গলবার নেপিয়ারে বৃষ্টি বাধায় দুই দফায় বাংলাদেশ ও নিউজিল্যান্ডের মধ্যকার ম্যাচটি বন্ধ থাকে। ফলে ম্যাচ গড়ায় কার্টেল ওভারে। যেখানে বাংলাদেশকে ১৭০ লক্ষ্য দেয়া হয়।
এর আগে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশ দলপতি মাহমুদুল্লাহ রিয়াদ। ব্যাটিংয়ে নেমে ১৭.৫ ওভারে ১৭৩রান সংগ্রহ করে কিউইরা।