টার্গেট ৩১৫ রান, জয়ের জন্যে নামবে বাংলাদেশ
- টিডিসি স্পোর্টস
- প্রকাশ: ০২ জুলাই ২০১৯, ০৭:২৩ PM , আপডেট: ১৯ সেপ্টেম্বর ২০২০, ০৫:২৩ PM
টান টান উত্তেজনা পূর্ণ বাংলাদেশ বনাম ভারতের মধ্যকার ম্যাচের প্রথম ইনিংস শেষ হয়েছে। বাংলাদেশের বিপক্ষে টস জিতে ব্যাট করতে নেমে শুরুতে রোহিতের মিস ক্যাচে ভালো ভাবে এগুচ্ছিল ভারতীয়রা। এরপর রাহুলের ৭৭ এবং রোহিতের ১০৪ রানের উপর ভর করে ৯ উইকেট হারিয়ে ৩১৪ রান করে ভারত। এছাড়া বিরাট ২৬, রিশহাব ৪৮ এবং ধোনি করেন ৩৫ রান।
এ ম্যাচে বাংলাদেশের পক্ষে মুস্তাফিজ নিয়েছেন ৫ উইকেট এবং সৌম্য, রুবেল, সাকিব নিয়েছেন ১ উইকেট করে।
টাইগার ভক্ত-সমর্থকরা বলছেন, ভারতের বিপক্ষের ম্যাচে জয় দিয়েই তাদের সেমিফাইনালের পথ আরো প্রশস্ত করতে হবে। এ ম্যাচে জয়ের জন্যই ব্যাট করতে নামবে বাংলাদেশ।
একটু পর ৩১৫ রানের লক্ষ্যে ব্যাট করতে নামবে টাইগাররা।