কোটি বাঙালির মন খারাপের ছবি

মাহমুদউল্লাহ রিয়াদ এখন এভাবেই হাঁটছেন
মাহমুদউল্লাহ রিয়াদ এখন এভাবেই হাঁটছেন

আফগানিস্তানের বিপক্ষে ম্যাচে ব্যাট করার সময় পায়ের পেশিতে টান লাগে মাহমুদুল্লাহ রিয়াদের। চোট নিয়েই ব্যাটিংটা চালিয়ে গেলেও ফিল্ডিং করতে পারেননি। বিশ্বকাপের মাঝে গুরুত্বপূর্ণ সময়ে মাহমুদুল্লাহ চোট অস্বস্তিতে ফেলে টাইগার শিবিরকে।

তবে সুখবর হলো, তার চোট অতটা গুরুতর নয়। এমন তথ্যই দিয়েছেন বাংলাদেশ দলের ফিজিও থিলান চন্দ্রমোহন। ফিজিও বলেন, ‘মাহমুদুল্লাহ পায়ের পেশিতে অল্প মাত্রার (লো গ্রেডের) চোট পেয়েছে। বিশ্বকাপে বাংলাদেশের আসন্ন ম্যাচে তাকে পাওয়ার বিষয়টি মাথায় রেখে আমরা আগামী কয়েকদিন তার শারীরিক উন্নতিটা পর্যবেক্ষণ করব।’

তবে মঙ্গলবার গণমাধ্যমকে জাতীয় দলের ম্যানেজার ও সাবেক অধিনায়ক খালেদ মাহমুদ সুজন বলেছেন, চোটের কারণে ভারতের বিপক্ষে মাহমুদউল্লাহ রিয়াদের খেলা অনিশ্চিত।

মিডল অর্ডার মাহমুদউল্লাহর ওপর অনেকটাই নির্ভরশীল বাংলাদেশ দল। প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৩৩ বলে ৪৬ রান করেছিলন রিয়াদ। সেই ম্যাচে দাপুটে জয় পায় টাইগাররা। এরপর অস্ট্রেলিয়ার বিপক্ষে ৫০ বলে ৬৯ রান করেছিলেন। বিশ্বকাপে বাংলাদেশের প্রথম ব্যাটসম্যান হিসেবে ব্যাক টু ব্যাক সেঞ্চুরি করা রিয়াদ চোটাক্রান্ত। ভারতের বিপক্ষে তার সার্ভিস পাওয়া নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে।


সর্বশেষ সংবাদ