জমে উঠেছে বিশ্বকাপ: যেভাবে সেমিফাইনাল দেখছে বাংলাদেশ
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ২৩ জুন ২০১৯, ১১:১৫ AM , আপডেট: ১৯ সেপ্টেম্বর ২০২০, ০৫:২০ PM
আগের দিন রাতেই ক্রিকেট বিশ্বকাপের দুই শ্বাসরুদ্ধকর ম্যাচ দেখে ফেলেছে দর্শকরা। ভারতে কাপিয়ে দিয়ে হেরেছে আফগানিস্তান। আর নিউজিল্যান্ডকে নিশ্চিত পরাজয়ের মুখে ফেলে নিজেরাই হেরে বসে আছে ওয়েস্ট ইন্ডিজ। তবে এরও আগের দিন শনিবার ইংল্যান্ডকে হারিয়ে দিয়ে ম্যাড়মেড়ে বিশ্বকাপকে আকর্ষণীয় করে দিয়েছে শ্রীলঙ্কা। এটি বাংলাদেশের জন্য আশীর্বাদ হয়ে এসেছে বলেও মনে করছেন অনেকে।
শ্রীলঙ্কার এক জয়ে বহু মারপ্যাঁচের সামনে পড়ে গেছে বিশ্বকাপের সমীকরণ। লঙ্কানদের এই জয় বাংলাদেশের জন্য আপাতদৃষ্টিতে আশীর্বাদ হিসেবেই এসেছে। এখান থেকে সেমিফাইনালে যেতে হলে নিজেদের ম্যাচগুলো যেমন জিততে হবে বাংলাদেশকে, তেমনি অন্য দলগুলোর দিকেও তাকিয়ে থাকতে হবে।
ইংল্যান্ডের বিপক্ষে জিতে সেমিফাইনালের সমীকরণও ওলটপালট করে দিয়েছে শ্রীলঙ্কা। ইংল্যান্ডকে বিশ্বকাপের ফেবারিট ভাবা হলেও তারা এখন সেমিফাইনালের আগেই বাদ পড়ে যেতে পারে! আর সম্ভাবনা তৈরি হয়েছে বাংলাদেশের জন্য। বাকি ম্যাচগুলোতে জিততে পারলে আর সমীকরণ ঠিক থাকলে বাংলাদেশের সেমিফাইনালে ওঠাও অসম্ভব হবে না।
সমীকরণগুলোর মধ্যে প্রথম শর্ত, ইংল্যান্ডকে হারতে হবে বাকি তিন ম্যাচেই। দলটির শক্তিশালী হলেও তাদের বাকি তিন ম্যাচের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া, ভারত ও নিউজিল্যান্ড। ১৯৯২ বিশ্বকাপের পর থেকে এই তিন দলকে হারাতে পারেনি ইংল্যান্ড। ভারত ও অস্ট্রেলিয়াকে হারিয়েছিল ১৯৯২ বিশ্বকাপে, আর নিউজিল্যান্ডকে শেষবার হারিয়েছিল ১৯৮৭ বিশ্বকাপে। এবার এ তিন দল ব্যাপক শক্তিশালী হওয়ায় মরগানদের জন্য কাজটা মোটেও সহজ হবে না।
তবে ইংল্যান্ড হারলেই কেবল সেমিফাইনালে যাওয়ার সম্ভাবনা উজ্জ্বল হবে বাংলাদেশের। এই মুহূর্তে ৮ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার তিনে আছে তারা। বাকি সব ম্যাচে হারলে তাদের পয়েন্ট আটকে থাকবে সেই ৮। ৬ ম্যাচ খেলে বাংলাদেশের পয়েন্ট আপাতত ৫। মাশরাফিদের ম্যাচ বাকি তিন ম্যাচের প্রতিপক্ষ এশিয়ার তিন দল আফগানিস্তান, ভারত ও পাকিস্তান। ইংল্যান্ডকে টপকাতে হলে বাংলাদেশকে জিততে হবে অন্তত দুটো ম্যাচ।
সে ক্ষেত্রে বাংলাদেশের পয়েন্ট দাঁড়াবে ৯, ইংল্যান্ডকে টপকে পয়েন্ট তালিকার চতুর্থ দল হওয়ার দৌড়ে তখন এগিয়ে যাবে বাংলাদেশ। আর তিনটি ম্যাচেই জিততে পারলে পয়েন্ট হবে ১১, সে ক্ষেত্রে সম্ভাবনা বেড়ে যাবে আরও খানিকটা।তবে ইংল্যান্ড দুটো ম্যাচে হারে, আর একটি ম্যাচ বৃষ্টির কারণে পরিত্যক্ত বা টাই হয়, তখন কপাল পুড়বে বাংলাদেশের। দুই ম্যাচ হেরে অপর ম্যাচ থেকে ১ পয়েন্ট পেলে ইংল্যান্ড আর বাংলাদেশ দুই দলেরই পয়েন্ট হবে ৯।
বিশ্বকাপের নিয়ম অনুযায়ী, দুই দলের পয়েন্ট সমান হয়ে গেলে যে দলের জয় বেশি, তারাই যাবে পরের পর্বে। ৪টি করে জয় নিয়ে এখানেও সমতায় থাকবে দুই দল। এরপর দেখা হবে দুই দলের রান রেট। এখনো পর্যন্ত রান রেটে বাংলাদেশের চেয়ে বিস্তর ব্যবধানে এগিয়ে আছে ইংল্যান্ড। সব ম্যাচ শেষে দুই দলকে যদি কোনো কারণে রান রেটেও আলাদা করা না যায়, তখন দেখা হবে দুই দলের মুখোমুখি হওয়া ম্যাচের ফল।
বাংলাদেশকে ১০৬ রানে হারানোয় ইংল্যান্ডই তখন যাবে সেমিফাইনালে। বাংলাদেশের সেমিফাইনালে যাওয়ার সম্ভাবনা বাঁচিয়ে রাখতে হলে তাই তিন ম্যাচেই ইংল্যান্ডের হারের কোনো বিকল্প নেই। ইংল্যান্ড তিন ম্যাচ হারলে আর বাংলাদেশ অন্তত দুটিতে জিতলেই সেমিফাইনাল নিশ্চিত হয়ে যাবে বাংলাদেশের, সেটি ভেবে নিশ্চিত হওয়ারও কোনো উপায় নেই।
শ্রীলঙ্কা, পাকিস্তান কিংবা ওয়েস্ট ইন্ডিজেরও যে ভালো সম্ভাবনা আছে! লঙ্কানদের ম্যাচ বাকি তিনটি, এর মধ্যে একটি ভারতের বিপক্ষে। বাকি দুটি ম্যাচ দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। ২০১৯ ক্রিকেট বিশ্বকাপে এখনো পর্যন্ত দুই দলের যা পারফরম্যান্স, শ্রীলঙ্কা জিতে গেলেও অবাক হওয়ার কিছু থাকবে না। ছয় ম্যাচ শেষে ৬ পয়েন্ট পাওয়া শ্রীলঙ্কা যদি দুটো ম্যাচ জিতে যায়, তখন তাদের পয়েন্ট দাঁড়াবে ১০।
সেমিফাইনালে যেতে হলে বাংলাদেশকে তখন জিততে হবে তিন ম্যাচের প্রতিটিতেই। ইংল্যান্ডের পাশাপাশি শ্রীলঙ্কার পরাজয়ও এখন তাই বাংলাদেশের কাম্য। পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজের কাজটা বরং একটু কঠিনই। সেমিফাইনালে যেতে হলে অন্য ম্যাচগুলোর ফলের দিকে তাকিয়ে থাকতে হবে, পাশাপাশি নিজেদের কাজটাও ঠিকভাবে করতে হবে। দুই দলকেই অন্তত ৩টি করে ম্যাচ জিততে হবে। বর্তমান ফর্ম বিবেচনায় কিছুটা কঠিন মনে হলেও দল দুটি আরও একবার নিজেদের অননুমেয় চরিত্রের প্রমাণ দিয়ে দিলে অবাক হওয়ার কিছু থাকবে না।