বাংলাদেশকে অলআউট দেখাল আনন্দবাজার!
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ২১ জুন ২০১৯, ০৪:২২ PM , আপডেট: ১৯ সেপ্টেম্বর ২০২০, ০৫:১৯ PM
বৃহস্প্রতিবার অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশ ৫০ ওভারে দুই উইকেট হাতে রেখে ৩৩৩ রান করে। দুই উইকেট বাকি থাকলেও ভারতের সবচেয়ে প্রভাবশালী আনন্দ বাজার পত্রিকা বলছে অলআউট হয়েছে বাংলাদেশ। প্রভাবশালী গণমাধ্যমের এমন ভুলে সমালোচনার ঝর বইছে সামাজিক যোগাযোগ মাধ্যম গুলোতে।
ট্রেন্ট ব্রিজে টস জিতে প্রথমে ব্যাটিং করে বাংলাদেশকে ৩৮২ বিশাল টার্গেট দেয় অস্ট্রেলিয়া। জবাবে নির্ধারিত ৫০ ওভার শেষে ৮ উইকেটে ৩৩৩ রান করে মাশরাফী বাহিনী। ৪৮ রানে হারলেও লড়াকু পারফরম্যান্সের জন্য প্রশংসায় ভাসছে তারা।
কিন্তু আনন্দ বাজার পত্রিকার লাইভ স্কোরে দেখানো হয় ভিন্ন তথ্য। ম্যাচের লাইভ স্কোরে বাংলাদেশকে দেখানো হচ্ছে অলআউট! শুক্রবার দুপুরেও এই তথ্যই দেখানো হচ্ছিলো পত্রিকাটির অললাইন ভার্সনে।
পত্রিকাটির এমন ভুলে টাইগার সমর্থক ইলিয়াস শান্ত তার ফেসবুকে লিখেছে, ভারতের শক্তিশালী গণমাধ্যমের এমন ভুল ভারতের বিদ্বেষ মূলক আচরণের বহিঃপ্রকাশ। এটার জবাব আমরা ভারতের বিপক্ষে খেলার মাঠে দিব।
উল্লেখ্য ভারতীয় মিডিয়ায় বাংলাদেশ ক্রিকেট দলের নৈপুণ্য প্রায়ই হেয় করে সংবাদ ছাপতে দেখা যায়। চলতি বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে ২১ রানে হারিয়ে দেয় সাকিব, মুশফিকরা। বাংলাদেশ দলের ওই জয়কে ‘অঘটন’ বলে আখ্যা দেয় ভারতের অনেক সংবাদ মাধ্যম।