রশিদের সেঞ্চুরি: ইংল্যান্ডের রানচাপে আফগানরা
- টিডিসি স্পোর্টস
- প্রকাশ: ১৮ জুন ২০১৯, ০৭:০৮ PM , আপডেট: ১৯ সেপ্টেম্বর ২০২০, ০৫:১৮ PM
বিশ্বকাপে নিজেদের সর্বোচ্চ রানের রেকর্ড গড়ল ইংল্যান্ড। ম্যানচেস্টারে আফগানিস্তানের বিপক্ষে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৩৯৭ রান তুলেছে ইংলিশরা। প্রথমেই ব্যাটিংয়ে নেমে বিশাল টার্গেট তাড়া করতে চাপের মুখে আফগানিস্তান। এর আগে আফগানিস্তানের ইনিংসে ৯ ওভার বোলিং করে ১১০ রান দিয়েই নিতে পারেননি কোন উইকেট।
শুরুতে ব্যাট করতে নেমে ইংলিশ ওপেনার জেমস ভিন্স ফেরেন খুব দ্রুত। দেলাওয়াত যাদরানের বলে ৩১ বলে ২৬ রান করেই সাজঘরে ফেরেন ভিন্স।
দ্বিতীয় উইকেট জুটিতে জনি বেয়ারেস্ট্রো আর জো রুট মিলে তোলেন চার-ছয়ের ঝড়। এই জুটি বিচ্ছিন্ন হয় ১২ও রান যোগ করে। ৯৯ বলে ৯০ করে গুলবাদীন নাইবের কাছে ক্যাচ দিয়ে ফেরেন এই ওপেনার।
তৃতীয় উইকেট জুটিতে এক কথায় তুলকালাম কাণ্ড ঘটান এউইন মরগ্যান আর জো রুট। কে রশিদ খান, কে মোহাম্মদ নবী দেখার সময় নাই। একের পর এক বাউন্ডারি-ওভার বাউন্ডারিতে ১৮৯ রান যোগ করেন দু’জন।
৮২ বলে জো রুট করেন ৮৮ রান। তার ইনিংসে ছিল পাঁচ ৪ আর একটি ছয়। বেয়ারেস্ট্রো-রুট শতক মিস করলেও এউইন মরগ্যান মিস করেননি।
মাত্র ৭১ বলে চারটি চার আর সতের ছয়ে খেলেন ১৪৮ রানের ইনিংস। শেষদিকে মঈন আলীর ৯ বলে ৩১ রানের ক্যামিওতে ভর করে ৬ উইকেটে ৩৯৭ রানের পাহাড় সম ইনিংস দাঁড় করায় আফগানিস্তানের সামনে।