পাক-ভারত মুখোমুখি আজ, ওয়াসিম বললেন ‘এটা যুদ্ধ নয়’
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ১৬ জুন ২০১৯, ১০:৪৩ AM , আপডেট: ১৯ সেপ্টেম্বর ২০২০, ০৫:১৬ PM
ক্রিকেটে সবচেয়ে পুরনো দ্বৈরথের মধ্যে একটি ভারত-পাকিস্তান লড়াই। এই দুই দলের ম্যাচে গ্যালারি কানায় কানায় পূর্ণ থাকেনি এমন কখনও দেখা যায়নি। বহুল প্রতীক্ষিত সে লড়াই শুরু হচ্ছে আজ রোববার। তবে দুই দেশের ক্রিকেট ভক্ত-সমর্থকদের শান্ত থাকার আহ্বান জানিয়েছেন কিংবদন্তি পেসার ওয়াসিম আকরাম। বলেছেন ভারত ও পাকিস্তানের মধ্যকার ম্যাচটি কোনো যুদ্ধ নয়।
গত শুক্রবার বার্তা সংস্থা এএফপির কাছে পাকিস্তানের সাবেক ক্রিকেটার ওয়াসিম জানান, এর চেয়ে বড় কিছু হতে পারে না। শত কোটি দর্শকের (মাঠ ও মাঠের বাইরে) সামনে ভারত ও পাকিস্তান খেলতে যাচ্ছে, এটাই বিশ্বকাপ ক্রিকেটের সবচেয়ে বড় বিষয়। তাই সমর্থকদের প্রতি আমার বার্তা থাকবে, উপভোগ করুন এবং শান্ত থাকুন।
আজ রবিবার বিশ্বকাপের হাই-ভোল্টেজ ম্যাচে মুখোমুখি হচ্ছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান। ম্যানচেস্টারের ওল্ড ট্র্যাফোর্ডে খেলা শুরু বাংলাদেশ সময় বিকাল সাড়ে তিনটায়।
রাজনৈতিক দ্বন্দ্ব বিরাজমান থাকায় ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে বাড়তি উত্তেজনা কাজ করে এই দুই প্রতিবেশী দেশের মধ্যে। তবে রাজনীতির বাহিরে ক্রিকেটারদের জন্য এটা মর্যাদার লড়াই। কিন্তু দুদলের সমর্থকরা আবেগের স্রোতে ভেসে গিয়ে ম্যাচের গায়ে জুড়ে দেন ‘যুদ্ধ’ তকমা। আবেগের এমন বাড়াবাড়িকে প্রশ্রয় না দিতে সমর্থকদের প্রতি আহ্বান করেছেন বিশ্বকাপে ধারাভাষ্যকার হিসেবে কাজ করা ওয়াসিম। সেই সঙ্গে ম্যাচটা উপভোগ করার প্রতিও জোর দিয়েছেন তিনি।
ক্রিকেটার ওয়াসিম বলেন, এক দল জিতবে, আরেক দল হারবে। এটাই স্বাভাবিক। তাই এটাকে যুদ্ধের সঙ্গে মেলাবেন না। যারা এই ম্যাচটাকে যুদ্ধের মতো করে উপস্থাপন করতে চায়, তারা প্রকৃত ক্রিকেট সমর্থক না।
তবে বিশ্বকাপে ভারতকে কখনোই হারাতে পারেনি পাকিস্তান। ১৯৯২ সাল থেকে এখন পর্যন্ত ৬ ম্যাচ খেলেছে দুদল। সবকটিতে জিতেছে ভারত। কিন্তু অতীত ইতিহাস যা-ই বলুক, জয়ের আশা ছাড়ছেন না ওয়াসিম। তিনি বলেন, নিয়ন্ত্রিতভাবে আক্রমণের মাধ্যমে ভারতকে হারাতে পারে পাকিস্তান।