আইসিসির বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ
- টিডিসি স্পোর্টস
- প্রকাশ: ১৫ জুন ২০১৯, ১২:০২ PM , আপডেট: ১৯ সেপ্টেম্বর ২০২০, ০৫:১৬ PM
চলতি বিশ্বকাপে আইসিসির প্রতি পক্ষপাতের অভিযোগ এনেছে শ্রীলঙ্কা। দলটি অভিযোগ করে বলছে শুধু ট্রেনিং সেশনের সুযোগ সুবিধা কম দেওয়াই নয়, আদর্শ পিচে তাদের অনুশীলন করতে দেয়নি আইসিসি। এছাড়া থাকার সুযোগ সুবিধা নিয়েও আইসিসির বিরুদ্ধে বৈষম্যমূলক আচরণের অভিযোগ এনেছে শ্রীলঙ্কার টিম ম্যানেজমেন্ট।
তবে আইসিসি এসব অভিযোগ উড়িয়ে দিয়েছে। শ্রীলঙ্কার দুটি ম্যাচ ছিলো ব্রিস্টলে, যা ভেসে গেছে বৃষ্টিতে। এর আগে কার্ডিফে দুটি ম্যাচই সবুজ উইকেটে খেলতে হয়েছে লঙ্কানদের। যার একটিতে নিউজিল্যান্ডের কাছে হেরে গেলেও আফগানিস্তানের বিপক্ষে অল্পের জন্য হার এড়িয়েছে লঙ্কানরা।
শ্রীলঙ্কার টিম ম্যানেজার অশন্থা ডি মেল মনে করছেন বৈষম্যমূলক আচরণ করা হচ্ছে তাদের সঙ্গে। তিনি বলেন, আমরা কার্ডিফ আর ব্রিস্টেলে দেখেছি আইসিসি চার ম্যাচেই আমাদের বিপক্ষে সবুজ উইকেট বানিয়েছিল। কিন্তু বাকি দলগুলো সুবিধাজনক হাইস্কোরিং পিচে খেলেছিলো।
লঙ্কান টিম ম্যানেজার আইসিসির বিরুদ্ধে পক্ষপাতমূলক আচরণের অভিযোগ করে বলেন, অস্ট্রেলিয়ার বিপক্ষেও উইকেট সবুজ থাকছে। আমরা তা পাচ্ছি না বলেই অভিযোগ করছি না। কিন্তু আইসিসির পক্ষ থেকে বিষয়টা পক্ষপাতদুষ্ট। তারা নির্দিষ্ট কিছু দলের জন্য একরকম উইকেট বানাচ্ছে আবার বাকিদের জন্য ভিন্নরকম।
এছাড়াও বৈষম্যের আরো কিছু দিক তুলে ধরেন তিনি। বলেন, কার্ডিফে যেসব সুযোগ সুবিধা দেওয়া হয়েছে তা পর্যাপ্ত ছিলো না। এমনকি ব্রিস্টলে বাংলাদেশ ও পাকিস্তান যেসব হোটেলে উঠেছে সেখানে সুইমিং পুল আছে। অথচ ব্রিস্টলে আমাদের সুইমিং পুল ছিলো না। আমরা আইসিসির কাছে এসব বিষয় লিখিত দিয়েছি।