হাবিপ্রবিতে আন্তঃবিশ্ববিদ্যালয় ব্যাডমিন্টন প্রতিযোগিতা শুরু

উদ্বোধনী অনুষ্ঠান
উদ্বোধনী অনুষ্ঠান   © আব্দুল মান্নান

দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আন্তঃবিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) ব্যাডমিন্টন প্রতিযোগিতা ২০১৯ শুরু হয়েছে। রবিবার সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে হাবিপ্রবির শরীরচর্চা শিক্ষা শাখার পরিচালক প্রফেসর শাহ্ মো. মঈনুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মু. আবুল কাসেম। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. বিধান চন্দ্র হালদার। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য তার বক্তব্যে অনুষ্ঠান উদ্বোধন করেন।

হিসাব বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ মঈন উদ্দিন রাসেলের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ইভেন্টের সদস্য সচিব মো. মাহবুব-উল-হাসান। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. খালেদ হোসেন, ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক সহযোগী অধ্যাপক মোহাম্মদ রাজিব হাসান, ইভেন্টের সদস্য সচিব সুজন কান্তি মালী।

প্রধান অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মু. আবুল কাসেম বলেন, একাডেমিক শিক্ষার পাশাপাশি খেলাধুলার গুরুত্ব অপরিসীম। শরীর ও মন সুস্থ রাখার অন্যতম প্রধান উপায় খেলাধুলায় অংশগ্রহণ করা। খেলাধুলায় শরীরের অঙ্গ-প্রত্যঙ্গসমূহ সঞ্চালিত হয়, এতে দেহের রক্ত সঞ্চালন, ফুসফুসের কর্মক্ষমতা ও পেশী শক্তি বৃদ্ধি পায়। খেলাধুলা আমাদের জাতীয় ও সামাজিক জীবনে সমানভাবে গুরুত্বপূর্ণ। অনেক ক্ষেত্রে খেলাধুলা জাতিকে স্বাস্থ্য ও মানসিক আনন্দ দেয়ার পাশাপাশি সম্মানিতও করে থাকে। উপাচার্য অংশগ্রহণকারী পাবলিক বিশ্ববিদ্যালয়ের সকল খেলোয়াড়দের খেলোয়াড় সুলভ মনোভাব পোষণ করার আহ্বান করেন। পাশাপাশি সকল খেলা যাতে সুষ্ঠু, সুন্দর ও পক্ষপাত হীনভাবে পরিচালিত হয় সে ব্যাপারে অংশগ্রহণকারীসহ সংশ্লিষ্ট সকলের সার্বিক সহযোগিতা কামনা করেছেন।

প্রতিযোগিতা চলাকালে স্থীরচিত্র

প্রসঙ্গত, হাবিপ্রবি জিমনেশিয়ামে শুরু হওয়া আন্তঃবিশ্ববিদ্যালয় ব্যাডমিন্টন প্রতিযোগিতায় ২০টি বিশ্ববিদ্যালয়ের ২০টি ছাত্র প্রতিনিধি এবং ১১টি ছাত্রীদের প্রতিনিধি দল অংশ নিচ্ছে। দুপুর ১টার আগ পর্যন্ত দুটি খেলা অনুষ্ঠিত হয়েছে। এই দুইটি খেলায় রাজশাহী বিশ্ববিদ্যালয় বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালকে পরাজিত করে এবং যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে পরাজিত করে এক ধাপ এগিয়ে রয়েছে।

আজকের অন্য খেলা গুলো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বনাম শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় বনাম মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বনাম নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং ঢাকা বিশ্ববিদ্যালয় বনাম রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মধ্যে অনুষ্ঠিত হবে। এ প্রতিযোগিতা চলবে আগামী ১৩ মার্চ পর্যন্ত।


সর্বশেষ সংবাদ