শাকিব খানের সৌন্দর্যের প্রশংসা করলেন তাসকিন
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ১৬ মার্চ ২০২৫, ০৮:৫৯ PM , আপডেট: ১৬ মার্চ ২০২৫, ০৮:৫৯ PM

দীর্ঘ সময় ধরেই দেশের সিনেমার একচ্ছত্র অধিপতি শাকিব খান। একের পর এক রেকর্ড সিনেমা উপহার দিচ্ছেন তিনি। সাম্প্রতিক সময়ে ক্রিকেট পাড়ায়ও নাম লিখিয়েছেন এই সুপারস্টার। বিপিএলে ঢাকা ক্যাপিটালসের মালিকানা তার।
রবিবার (১৬ মার্চ) রাজধানীর এক পাঁচতারকা হোটেলে দেশের সিনেমা জগতের বর্তমান সময়ের সেরা অভিনেতা শাকিবের প্রতিষ্ঠান ‘রিমার্ক-হারলান’-এর অনুষ্ঠানে তাসকিন আহমেদ, তানজিদ হাসান তামিমের মতো তারকা ক্রিকেটাররা উপস্থিত ছিলেন। এ সময় দেশের ক্রিকেটের সবচেয়ে সুদর্শন ক্রিকেটার হিসেবে বিবেচিত তাসকিনের সিনেমায় অভিনয় করার প্রসঙ্গ উঠে আসে। তাসকিনও শাকিব খানের সৌন্দর্যের প্রশংসায় মাতেন।
এ নিয়ে তাসকিন বলেন, ‘শাকিব (ভাই) সামনাসামনি অনেক সুন্দর একজন মানুষ। এখন সিনেমায় আসতে চাইলে শাকিব (ভাই) বলবেন, ক্রিকেট থেকে অবসর নিয়ে এসো।’
এদিকে শাকিব খানের সামনেই তাকে দেশের এক নম্বর তারকা বলেছেন তানজিদ হাসান তামিম। সেই সঙ্গে রিমার্ক-হারলান বিশ্বের এক নম্বর ব্র্যান্ড হিসেবে প্রতিষ্ঠিত হতে পারে, সেই শুভকামনাও জানিয়েছেন তরুণ এই ওপেনার। এ ছাড়া অনুষ্ঠানে সদ্য সমাপ্ত বিপিএলে দুর্বার রাজশাহীর হয়ে ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে ১৯ রানে ৭ উইকেট নেওয়ার কীর্তির বিষয়টিও উঠে এসেছে।