টি-টোয়েন্টি নেতৃত্ব ছাড়লেন শান্ত, কে হবেন নতুন অধিনায়ক?
- টিডিসি ডেস্ক
- প্রকাশ: ০২ জানুয়ারি ২০২৫, ১১:৪৯ AM , আপডেট: ০২ জানুয়ারি ২০২৫, ০১:২৯ PM
অনেক দিন ধরেই টি-টোয়েন্টি ফরম্যাটে ছন্দে নেই নাজমুল হোসেন শান্ত। ইনজুরির কারণে সবশেষ ওয়েস্ট ইন্ডিজ সিরিজেও খেলতে পারেননি তিনি। গুঞ্জন ছিল, অধিনায়কত্ব ছাড়বেন শান্ত। নতুন বছরের শুরুতে সেই গুঞ্জন বাস্তবে রূপ নিল।
তবে সব ফরম্যাটে নয়। শুধু টি-টোয়েন্টি থেকে অধিনায়ত্ব ছেড়েছেন তিনি। এর ফলে আগামী মার্চে বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজে নেতৃত্ব দেবেন নতুন অধিনায়ক।
বিসিবির সূত্র বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানিয়েছে, শান্ত টি-টোয়েন্টি ফরম্যাটে নেতৃত্ব ছেড়ে দেওয়ার সিদ্ধান্তের কথা জানিয়েছেন। তবে টেস্ট ও ওয়ানডে ফরম্যাটে অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করতে আগ্রহী তিনি। বিসিবিও তার এই ইচ্ছায় সম্মতি জানিয়েছে।
এর আগে সমালোচনার মুখে গত অক্টোবরে দক্ষিণ আফ্রিকা সিরিজের সময় শান্ত জানিয়েছিলেন তিনি কোনো ফরম্যাটেই আর অধিনায়কত্ব করতে চান না। পরে বোর্ডের সঙ্গে আলোচনার পর সেই সিদ্ধান্ত থেকে সরে আসেন।
এদিকে, শান্তর অনুপস্থিতিতে বাংলাদেশের টি-টোয়েন্টি দলের অধিনায়ক কে হবেন, তা নিয়ে চলছে জল্পনা-কল্পনা। আলোচনায় মেহেদী হাসান মিরাজের নাম থাকলেও টি-টোয়েন্টি দলে তার জায়গা নিয়মিত নয়। তা ছাড়া তাসকিন আহমেদের নামও বহুবার এসেছে। তবে চোটপ্রবণ হওয়ায় এবং তিন ফরম্যাটেই খেলানোর জন্য তাসকিনকে আপাতত ভাবনার বাইরে রাখা হচ্ছে।
তবে অধিনায়ক হিসেবে সবশেষ সিরিজে লিটনের সাফল্য বিকল্প ভাবনার পথও রুদ্ধ করে দিয়েছে। সিরিজ শেষে লিটন নিজেও জানিয়েছেন, যদি বিসিবি চায়, তবে তিনি পুরোদমে জাতীয় দলের নেতৃত্ব দিতে প্রস্তুত।