জোড়া লাগছে সাকিব-তামিমের বন্ধুত্ব, দুজনই খেলতে পারেন চ্যাম্পিয়নস ট্রফিতে

সাকিব এবং তামিমের মাঝে সম্পর্কটা যেন দা-কুমড়ার মতো হয়ে গিয়েছিল
সাকিব এবং তামিমের মাঝে সম্পর্কটা যেন দা-কুমড়ার মতো হয়ে গিয়েছিল  © সংগৃহীত

অতীতে তারা দুজন ছিলেন ভালো বন্ধু, ছিলেন হরিহর আত্মা। পরে সাকিব আল হাসান এবং তামিম ইকবালের মাঝে সম্পর্কটা যেন দা-কুমড়ার মতো হয়ে যায়। বাংলাদেশের ক্রিকেটের জন্য সুখবর, দেশের দুই গুরুত্বপুর্ণ ক্রিকেটার সাকিব আর তামিমের সম্পর্ক জোড়া লাগছে আবারও। বিসিবির একটি সূত্র থেকে জানা গেছে, দুই সিনিয়র ক্রিকেটারের দূরত্ব শীঘ্রই কমে যাবে। দূর হবে তাদের মধ্যে ভুল বোঝাবুঝি। পাশাপাশি এটাও জানা গেছে, দুজনই চ্যাম্পিয়নস ট্রফিতে খেলতে পারেন।

বিসির একটি সূত্র জানায়, সাকিব ও তামিমের মধ্যে সম্পর্ক জোড়া লাগাতে পেছন থেকে কাজ করছেন জাতীয় দলের সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন। তিনি দুজনের সঙ্গে কথা বলেছেন, তারা দুজনই নাকি বলেছেন, চ্যাম্পিয়ন ট্রফিতে খেলবেন। সবকিছু ঠিকঠাক থাকলে দুজনকে আবারও একসঙ্গে দেখা যেতে পারে। তবে এই ব্যাপারে আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি বিসিবি। 

শনিবার (২১ ডিসেম্বর) বিসিবির বোর্ড সভা শেষে সাকিব আল হাসান ও তামিম ইকবালের চ্যাম্পিয়নস ট্রফিতে খেলার সম্ভাবনা নিয়ে প্রশ্নের জবাব দিয়েছেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ। সিনিয়র এই দুই ক্রিকেটার বাংলাদেশ দলের সর্বশেষ সিরিজে না থাকলেও বিসিবি সভাপতির মতে, এখনো সুযোগ আছে তাদের।

উল্লেখ্য, আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হবে আইসিসি চ্যাম্পিয়ন্স টুর্নামেন্টটি। যদিও ভারত এবং পাকিস্তানের সম্পর্কে টানাপোড়েনের কারণে টুর্নামেন্টের ভেন্যু জটিলতা ছিল। হাইব্রিড মডেলে হলেও সেই জটিলতা খানিকটা কমেছে এবং চ্যাম্পিয়ন্স ট্রফি আলোর মুখ দেখতে যাচ্ছে। ওয়ানডে ফরম্যাটে হবে টুর্নামেন্ট।

নির্বাচকদের কোর্টে বল ঠেলে দিয়ে ফারুক আহমেদ বলেন, ‘যদি কোনো ক্রিকেটার রিটায়ার না করে থাকে আর যদি নির্বাচকরা মনে করেন তাকে দরকার, তাহলে নির্বাচক কমিটিকে তাদের (খেলোয়াড়) সঙ্গে আলাপ করা দরকার। আমি তো একটা কথা বলে দিলাম যদি কোনো ক্রিকেটার অবসর না নিয়ে থাকে, অবশ্যই সে দল নির্বাচনের জন্য অ্যাভেইলেবল।’

রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকে সাকিব আল হাসান বাংলাদেশে এসে লাল-সবুজ জার্সিতে আর খেলতে পারেননি। সেক্ষেত্রে অনেকেই সাকিবের ক্যারিয়ারের সমাপ্তি দেখছেন। বিসিবি সভাপতি সাকিব ইস্যুতে বললেন, ‘সাকিবের ইস্যুটা তো পুরোপুরি আলাদা ব্যাপার। সর্বশেষ ওয়েস্ট ইন্ডিজ সিরিজেও সে খেলার জন্য মানসিকভাবে প্রস্তুত ছিল না। তার ব্যাপারে কোনো আপডেট নেই। বিপিএল খেলবে কি না সেটাও সেই জানাবে।’

অন্যদিকে তামিম ইকবাল চলতি এনসিএল টি-টোয়েন্টির মাধ্যমে ৭ মাস পর প্রতিদ্বন্দ্বিতামূলক ক্রিকেটে ফিরেছেন। নিজের সেরাটা যে এখনো বাকি, তা ফিরেই ৬৫ ও ৯১ রানের ইনিংসে দেখিয়েছেন এই বাঁহাতি ওপেনার।

ছন্দে থাকা তামিমের জাতীয় দলে সামনে ফেরার সুযোগ আছে কি না, এ ব্যাপারে বিসিবি সভাপতি ফারুক আহমেদ বলেন, ‘তামিমের ব্যাপারে বলব, নির্বাচকরা যা বলেছেন সেই প্রক্রিয়াতেই আছি। কারণ কোনো ক্রিকেটার যদি অবসর না নেয়, তখন বিসিবি চাইলে বা উপযুক্ত মনে করলে তাদের দলে যুক্ত করতে পারবে। এটা নির্ভর করছে টিম সিলেক্টরদের ওপর। আমি আগেও বলেছি যে, কেউ অবসর না নিলে সে খেলার জন্য অবশ্যই এভেইলেবল।’  


সর্বশেষ সংবাদ