বিশ্ব চ্যাম্পিয়নদের হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ

৬ বছর পর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ নিশ্চিত করল বাংলাদেশ
৬ বছর পর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ নিশ্চিত করল বাংলাদেশ  © সংগৃহীত

টি-টোয়েন্টিতে বিশ্ব চ্যাম্পিয়ন দল ওয়েস্ট ইন্ডিজ। একাধিকবার বিশ্বকাপ জিতেছে ক্যারিবিয়ান দেশটি। টেস্ট ও ওয়ানডে ফরম্যাটে ঐতিহ্য হারালেও টি-টোয়েন্টিতে সমীহ জাগানিয়া দল তারা। এবার ওয়েস্ট ইন্ডিজের মাটিতে তাদের হারিয়ে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জিতল বাংলাদেশ। দীর্ঘ ৬ বছর পর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ নিশ্চিত করল বাংলাদেশ। 

বুধবার (১৮ ডিসেম্বর) সকালে সেন্ট ভিনসেন্টে দ্বিতীয় টি–টোয়েন্টিতে ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হয় বাংলাদেশ। প্রথম টি-টোয়েন্টিতে জেতায় এই ম্যাচে এগিয়ে ছিল বাংলাদেশ। শেষপর্যন্ত ২৭ রানের  জয়ে এক ম্যাচ হাতে রেখে সিরিজও নিজেদের করে নিল বাংলাদেশ।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম ম্যাচে জয়ের পর আজ বাংলাদেশ মাঠে নেমেছিল সিরিজ জয়ের লক্ষ্য নিয়ে। সেন্ট ভিনসেন্টে আগে ব্যাট করতে নেমে টাইগাররা গড়ে ১২৯ রানের সংগ্রহ। এরপর ছোট লক্ষ্য ডিফেন্ড করতে নেমে লাল-সবুজের দলের বোলাররা করেছেন দুর্দান্ত পারফর্ম্যান্স। তাসকিন আহমেদ-তানজিম সাকিবদের তোপে ৪২ রানেই ৬ উইকেট হারানো স্বাগতিকরা শেষ পর্যন্ত অলআউট হয়েছে ১০২ রানে। আর তাতে ২৭ রানের দুর্দান্ত জয়ে সিরিজ নিশ্চিত করেছে লিটন দাসের দল। 

১৩০ রানের লক্ষ্য দেয়ার পর শুরু থেকেই দুর্দান্ত বোলিং করেছেন বাংলাদেশের বোলাররা। নিজের করা প্রথম ওভারেই দলকে উইকেট এনে দেন তাসকিন। তার বলে আউট হয়ে সাজঘরে ফিরেন ব্র্যান্ডন কিং।  এরপর নিজের দ্বিতীয় ওভারে ফের আঘাত হানেন তাসকিন। টাইগার এই স্পিডস্টারের বলে আউট হয়ে সাজঘরে ফিরেন আন্দ্রে ফ্লেচার। তাসকিনের তোপে দলীয় ১৯ রানেই ২ উইকেট হারিয়ে চাপে পড়ে ওয়েস্ট ইন্ডিজ। এরপর জনসনকে চার্লসকে সাজঘরের পথ দেখান মেহেদী হাসান। এরপর তিনি ফিরিয়েছেন নিকোলাস পুরানকেও। 

উইকেট নেয়ার উৎসবে যোগ দেন হাসান মাহমুদ ও তানজিম সাকিবও। এ দুজনও একটি করে উইকেট নিলে ৯ ওভারেই ৬ উইকেট হারিয়ে চাপে পড়ে ওয়েস্ট ইন্ডিজ। এদিকে ৬ উইকেট হারানোর পর আকিল হোসেইনকে সঙ্গে নিয়ে দলের হাল ধরেন রোস্টন চেজ। 

সপ্তম উইকেটে এ দুজন মিলে জুটি গড়ে দলকে জয়ের দিকেই নিয়ে যাচ্ছিলেন। তবে শেষ পর্যন্ত এ জুটি ভেঙেছেন রিশাদ হোসেন। ১৭তম ওভারে রিশাদের করা দ্বিতীয় বলেই বিশাল এক ছক্কা হাকিয়েছিলেন চেজ। তবে সেই ওভারেই সাজঘরের পথ ধরতে হয় তাকে। রিশাদের বলে বোল্ড হয়ে ৩৪ বলে ৩২ রান করে সাজঘরে ফিরেন তিনি। চেজ ফিরলে ভাঙে আকিলের সঙ্গে তার ৪৭ রানের জুটি। 

একই ওভারে গুদাকেশ মোতিকেও আউট করেন রশাদ। এরপর আলজারি জোসেফকে সাকিব এবং আকিলকে তাসকিন সাজঘরের পথ দেখালে ২৮ রানের দুর্দান্ত এক জয়ে সিরিজ জয় নিশ্চিত হয় বাংলাদেশের। 


সর্বশেষ সংবাদ