সিরিজ জয়ের লক্ষ্য বাংলাদেশের, আজ জিতলেই ইতিহাস হবে

সিরিজ জয়ের লক্ষ্য বাংলাদেশর, একই লক্ষ্য আফগানিস্তানেরও। যার ফলে দুই দলের মধ্যেই ব্যাপক লড়াই হবে আজ। সোমবার (১১ নভেম্বর) শারজা ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় বিকাল ৪টায় মুখোমুখি হবে দুই দল।

সিরিজের দ্বিতীয় ম্যাচে আফগানদের বিপক্ষে সমতা আনার পাশাপাশি শারজার মাঠে প্রথম জয়ের স্বাদ পেয়েছে টাইগাররা। তৃতীয় ওয়ানডে জয় পেলে শারজাহ মাঠে প্রথমবার সিরিজ জেতা হবে, পাশাপাশি রচিত হবে ইতিহাস।

তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথমটিতে বাংলাদেশকে হারিয়ে এগিয়ে যায় আফগানিস্তান। তবে বাঁচা-মরার দ্বিতীয় ওয়ানডেতে দারুণ ক্রিকেট খেলে সিরিজে সমতা আনে টাইগাররা। তাই তৃতীয় ও শেষ ম্যাচ পরিণত হয়েছে অলিখিত ফাইনালে। আজ মহাগুরুত্বপূর্ণ এই ম্যাচে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ও আফগানিস্তান। 

সিরিজ জয়ের ব্যাপারে আশাবাদী টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত বলেন, ‘দল এখন সিরিজ জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী। আমাদের আরো ভালো পারফরম্যান্স করতে হবে। জাকের যেভাবে ইনিংসের শেষ দিকে ব্যাট করেছে, সেটি দুর্দান্ত ছিল। আশা করি, আমরা ধারাবাহিকতা অব্যাহত রাখতে পারব।’

আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের বরাবরই চ্যালেঞ্জ স্পিন সামলানো। প্রথম ম্যাচে এক গজনফরের কাছে ধরাশায়ী হয়েছিল বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচেও ভালো শুরুর পর আফগান স্পিন সামলাতে গিয়ে শঙ্কায় পড়ে যায় বাংলাদেশ। তৃতীয় ম্যাচে তিন বিভাগেই ভালো করার চেষ্টা করবে বাংলাদেশ।

আফগানিস্তানের জন্য শারজা কার্যত হোম ভেন্যু। এই উইকেটে কী করতে হবে তারা খুব ভালোভাবে জানে। উইকেট যতই স্পিন সহায়ক হোক না কেন, তিন পেসারেই আস্থা বাংলাদেশের। দ্বিতীয় ওয়ানডে থেকে তাই বাংলাদেশের একাদশে পরিবর্তন হওয়ার সম্ভাবনা ক্ষীণ। আগের ম্যাচে ফিল্ডিংয়ের সময় চোট পেয়ে অনেকটা সময় মাঠের বাইরে ছিলেন নাজমুল। চোট গুরুতর হলে হয়তো আজ তার খেলা হবে না। আশা করা যায়, শান্ত খেলবেন, দলের জয়ের ক্ষেত্রে নেতৃত্ব দেবেন।


সর্বশেষ সংবাদ