প্রথমবার টেস্টে সেরা তিন নম্বর অলরাউন্ডার হলেন মিরাজ

মেহেদী হাসান মিরাজ
মেহেদী হাসান মিরাজ  © সংগৃহীত

সাকিব আল হাসান আছেন ক্যারিয়ারের একদম শেষ বেলায়। আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে বিদায় নিয়েছেন, টেস্ট ক্রিকেটকেও তিনি বিদায় বলে দিয়েছেন। তাই, আর বেশি দিন ইতিহাসের অন্যতম সেরা অলরাউন্ডারের সার্ভিস পাবে না বাংলাদেশ। তবে মেহেদী হাসান মিরাজ দেখাচ্ছেন আশা। তার সূর্য যেন মধ্যগগনে। ব্যাটে-বলে সাম্প্রতিক পারফরম্যান্স দিয়ে যেন হয়ে উঠছেন প্রকৃত অলরাউন্ডার। আইসিসির সর্বশেষ টেস্ট অলরাউন্ডার র‌্যাঙ্কিংয়ে তার ছাপ লক্ষ্য করা গেল।

মেহেদী হাসান মিরাজের জন্য দারুণ সুখবর। প্রথমবারের মতো টেস্টে সেরা তিন নম্বর অলরাউন্ডার হয়েছেন। বুধবার (৩০ অক্টোবর) আইসিসি প্রকাশিত র‌্যাঙ্কিংয়ে টেস্ট অলরাউন্ডার হিসেবে দুই ধাপ এগিয়ে তিনে উঠেছেন এই টাইগার তারকা। 

পাকিস্তানের মাটিতে বাংলাদেশের ঐতিহাসিক জয় পাওয়া টেস্ট সিরিজ থেকে ব্যাট-বলে মেহেদী হাসান মিরাজ দারুণ নৈপুণ্য দেখিয়ে আসছেন। ভারতে ব্যাট হাতে সেভাবে ভূমিকা রাখতে না পারলেও, বল হাতে ছিলেন স্বাভাবিক ছন্দে। এরপর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মিরপুর টেস্টের এক ইনিংসে ৯৭ রান এবং ২ উইকেট নিয়ে সেরা রেটিং পেয়েছেন মিরাজ।

বর্তমানে মিরাজের টেস্ট অলরাউন্ডার রেটিং পয়েন্ট ২৯৪। মিরাজ এগোলেও, এক ধাপ পিছিয়ে টেস্টে বর্তমানে চার নম্বর অলরাউন্ডার সাকিব। তবে যথারীতি টেস্ট অলরাউন্ডারের শীর্ষ দুই অবস্থান ধরে রেখেছেন যথাক্রমে ভারতীয় তারকা রবীন্দ্র জাদেজা ও রবিচন্দ্রন অশ্বিন।


সর্বশেষ সংবাদ