তাইজুলের শিকার ৫ উইকেট, বসলেন বিষেণ সিং বেদির পাশে

তাইজুল ইসলাম
তাইজুল ইসলাম  © সংগৃহীত

দারুণ ফর্মে আছেন বাংলাদেশের অন্যতম সেরা স্পিনার তাইজুল ইসলাম। ঢাকা টেস্টের পর চট্টগ্রাম টেস্টেও পেলেন ফাইফার। সব মিলিয়ে বলা যায়, সুদিন এখন তাইজুলের।

চট্টগ্রাম টেস্টের দ্বিতীয় দিনের প্রথম সেশনে বাংলাদেশের অর্জন তিন উইকেট। তিনটিই নিয়েছেন তাইজুল ইসলাম। এখন পর্যন্ত চট্টগ্রাম টেস্টে তার শিকার ৫ উইকেট। এর মধ্য দিয়ে কিংবদন্তি বাঁহাতি স্পিনার বিষেন সিং বেদির পাশে বসলেন তাইজুল। 

তাইজুল ক্যারিয়ারে ১৪তম বার নিলেন ইনিংসে ৫ বা বেশি উইকেট। বাংলাদেশি বোলারদের মধ্যে সবচেয়ে বেশি ১৯বার ইনিংসে ৫ বা বেশি উইকেট নিয়েছেন সাকিব আল হাসান।

সর্বকালের অন্যতম সেরা বাঁহাতি স্পিনার বিষেণ সিং বেদিও টেস্টে নিয়েছেন ১৪বার ইনিংসে ৫ বা বেশি উইকেট। ভারতীয় কিংবদন্তি বেদি এই কীর্তি করেছেন ৬৭ টেস্টে, তাইজুল তাকে ছুঁয়ে ফেললেন ৪৯ টেস্টেই।

পাশাপাশি চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টেস্ট উইকেটের ফিফটির মাইলফলকে পা রাখলেন তাইজুল। এই ভেন্যুতে সবচেয়ে বেশি ৬৮ উইকেট সাকিব আল হাসানের।

মিরপুর টেস্টেও প্রথম ইনিংসে ৫ উইকেট নিয়েছিলেন তাইজুল। আর দুই ইনিংস মিলিয়ে নিয়েছিলেন ৮ উইকেট।

উল্লেখ্য, টেস্ট ইতিহাসে বাঁহাতি স্পিনে তাদের চেয়ে বেশি ৫ উইকেট নিতে পেরেছে আর চারজন। ৩৪ বার নিয়ে সবার ওপরে রাঙ্গানা হেরাথ, ২০ বার ড্যানিয়েল ভেটোরি। এরপরই আছেন সাকিব আল হাসান (১৯ বার)। বাঁহাতি স্পিনের আরেক গ্রেট ডেরেক আন্ডারউড এই স্বাদ পেয়েছেন ১৭ বার।


সর্বশেষ সংবাদ