১৫ অক্টোবর ২০২৪, ১১:০৬

১০ জন নিয়েও বেলজিয়ামকে হারাল ফ্রান্স

গোলের পর ফ্রান্সের খেলোয়াড়দের উদযাপন  © সংগৃহীত

উয়েফা নেশনস লিগে ১০ জনের দল নিয়েও বেলজিয়ামকে হারিয়েছে ফ্রান্স। এ ম্যাচের ৭৬ মিনিটে অরলিয়েন চুয়োমেনি লাল কার্ড দেখলে ১০ জনের দলে পরিণত হয় ফ্রান্স। ম্যাচের শেষ ২০ মিনিট রক্ষণের দেয়াল তৈরি করে বেলজিয়ামকে ২-১ গোলে হারায় ফরাসিরা।

সোমবার বেলজিয়ামের ব্রাসেলসে ১০ জনের দলে পরিণত হওয়ার আগেই ২ গোল করে ফ্রান্স। অন্যদিকে প্রথমার্ধের ইনজুরি সময়ে (৪৫+৩ মিনিটে) নিজেদের একমাত্র গোল করেছিল স্বাগতিক বেলজিয়াম।

ফ্রান্সের হয়ে দুটি গোলই করেন স্ট্রাইকার রান্ডার কুলো মুয়ানি। প্রথম গোলটি ৩৫ মিনিটে পেনাল্টি থেকে করেন ফরাসি তারকা। ডি-বক্সের ভেতর বেলজিয়ামের ওয়াট ফায়েসের হ্যান্ডবল হলে ফ্রান্সের পক্ষে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। এরপর বিরতিতে যাওয়ার আগমুহূর্তে লইস ওপেন্ডারের গোলে ১-১ সমতায় ফেরে বেলজিয়াম।

এদিন গোলের শুরুটা করতে পারত বেলজিয়ামই। ২৩ মিনিটে পেনাল্টি পেয়েও গোল করতে পারেনি স্বাগতিকরা। স্পট কিক মিস করেন বেলজিয়ামের অধিনায়ক ইয়রি টিয়েলম্যান।

আরও পড়ুন: যে রেকর্ডে রোনালদোর পাশে নেই কেউ

৬২ মিনিটে নিজের দ্বিতীয় গোল করেন কুলো মুয়ানি। এতে ২-১ গোলে এগিয়ে সফরকারীরা। এরপর ৭৬ মিনিটে চুয়োমেনি লাল কার্ড দেখলেও শেষ বাঁশি পর্যন্ত লিড ধরে রাখতে সক্ষম হয় ফ্রান্স।

চার ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে লিগ-এ গ্রুপ-২ এর দ্বিতীয় স্থানে আছে ফ্রান্স। ১০ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে ইতালি। ৪ পয়েন্ট নিয়ে তিনে বেলজিয়াম ও পয়েন্টশূন্য ইসরায়েল আছে টেবিলের তলানিতে।