০৭ অক্টোবর ২০২৪, ১২:১৫
আলাভেসকে হারিয়ে রিয়ালের সঙ্গে ব্যবধান বাড়াল বার্সা
আগের দিন ভিয়ারিয়ালকে ২-০ গোলে হারিয়ে শীর্ষে থাকা বার্সেলোনার ঘাড়ে তপ্ত নিঃশ্বাস ফেলছিল রিয়াল মাদ্রিদ। ২৪ ঘণ্টার মধ্যে চিরপ্রতিদ্বন্দ্বীদের দূরে সরিয়ে দিল কাতালান ক্লাবটি। রোববার রাতে দিপোর্তিভো আলাভেসকে ৩-০ গোলে হারিয়েছে বার্সা। এ জয়ে রিয়ালের সঙ্গে তাদের ব্যবধান বেড়ে দাঁড়াল ৩ পয়েন্ট।
৯ ম্যাচে ৮ জয়ে ২৪ পয়েন্ট নিয়ে স্প্যানিশ লা লিগার শীর্ষস্থান ধরে রেখেছে বার্সেলোনা। ২১ পয়েন্ট নিয়ে দুইয়ে থাকল ডিফেন্ডিং চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ। তিনে থাকা ভিয়ারিয়ালের পয়েন্ট ১৭। ১৬ পয়েন্ট নিয়ে চারে আছে অ্যাটলেটিকো মাদ্রিদ। আর বার্সার কাছে হেরে লিগ টেবিলের ১৩ নম্বরে নেমেছে আলাভেস।
আরও পড়ুন: আর্জেন্টিনাকে হারিয়ে ‘হেক্সা’ মিশন সম্পন্ন করল ব্রাজিল
আলাভেসের মাঠে বার্সার বড় জয়ের নায়ক রবার্ট লেভানডফস্কি। ম্যাচের তিনটি গোলই করেছেন পোলিশ স্ট্রাইকার। ২৬ মিনিটের ব্যবধানে হ্যাটট্রিক তুলে নেন লেভা। প্রথমার্ধের ৩২ মিনিটের মধ্যে এসব গোল হয়েছে। চলতি মৌসুমে বার্সার জার্সিতে লেভার মোট গোল এখন ১০টি।
ম্যাচের শুরুতে বার্সেলোনা গোল করেছিল আরও একটি। কিন্তু অফসাইডের কারণে রাফিনহার গোল বাতিল হয়। সেই দুঃখ কিছুটা হলেও ঘুচিয়েছেন ব্রাজিলিয়ান তারকা। সতীর্থ লেভানডফস্কিকে দিয়ে দুই গোল করিয়েছেন তিনি। এই মৌসুমে বার্সার হয়ে ১১ ম্যাচে ১১টি অ্যাসিস্ট করেছেন বার্সা অধিনায়ক রাফিনহা।