আন্তঃবিশ্ববিদ্যালয় দাবা প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন জবি
- জবি প্রতিনিধি
- প্রকাশ: ১৯ নভেম্বর ২০১৮, ১১:২৬ AM , আপডেট: ১৯ সেপ্টেম্বর ২০২০, ০৪:৫৯ PM
ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশ এবং বার্জার এর যৌথ উদ্যোগে আয়োজিত আইইউবি-বার্জার আন্তঃবিশ্ববিদ্যালয় দাবা প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় দল। রবিবার আয়োজকদের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।
৭ থেকে ১১ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের মাল্টিপারপাস হলে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় দল অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
প্রতিযোগিতায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় দল ১৪ পয়েন্টের মধ্যে ১৪ পয়েন্টই অর্জন করে। প্রতিযোগিতায় এই দলের নেতৃত্ব দেন ২০১২-১৩ শিক্ষাবর্ষের বিবিএর (একাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগ) ছাত্রী রুমানা ফেরদৌস। এছাড়া রুমানা ফেরদৌস ব্যক্তিগতভাবে সবগুলো ম্যাচে জয় লাভ এবং সর্বোচ্চ ৭ পয়েন্ট অর্জন করে ‘সেরা বোর্ড প্লেয়ার’ নির্বাচিত হয়েছেন।
প্রতিযোগিতায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়, বুয়েট, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ব্র্যাক ইউনিভার্সিটি, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, আইইউবি, প্রাইম এশিয়া ইউনিভার্সিটি, স্ট্যামফোর্ড ইউনিভার্সিটি, লিবারেল আর্টস ইউনিভার্সিটিসহ ১৬টি বিশ্ববিদ্যালয়ের ৯৬ জন শিক্ষার্থী অংশ নেন।