কানপুর টেস্টে টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ
দুই ম্যাচ সিরিজের দ্বিতীয় টেস্টে কানপুরে বাংলাদেশের বিপক্ষে টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা। টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়ে রোহিত জানান, তিন পেসার নিয়ে মেঘলা আবহাওয়ার সুযোগ নিতে চান। দ্বিতীয় ম্যাচে একাদশে কোনো পরিবর্তন আনেনি স্বাগতিকরা।
অন্যদিকে টস হেরে ব্যাটিংয়ে আমন্ত্রণ পাওয়া নাজমুল হোসেন শান্ত টসের পর জানান, তিনি টস জিতলে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্তই নিতেন। তাই টস হারায় আপাতত মন খারাপের কিছু নেই অধিনায়ক শান্তর জন্য। চেন্নাইয়ের মতো কানপুরে এবার তিন পেসার নিয়ে মাঠে নামছে না বাংলাদেশ।
দুই পেসার তাসকিন আহমেদ ও নাহিদ রানাকে বিশ্রাম দিয়ে একাদশ সাজিয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা। তাদের বদলি হিসেবে একাদশে সুযোগ পেয়েছেন খালেদ আহমেদ ও তাইজুল ইসলাম। এই দুই পরিবর্তন নিয়ে ভারতের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ।
চেন্নাইয়ের পর কানপুরে টস জয়ী অধিনায়ক আগে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন। ভারতের মাটিতে টানা দুই টেস্টে টস জয়ী অধিনায়কের বোলিংয়ের সিদ্ধান্ত নেওয়ার প্রথম ঘটনা এটি।
বাংলাদেশ একাদশ- সাদমান ইসলাম, জাকির হাসান, নাজমুল হোসেন শান্ত, মমিনুল হক, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন দাস, মেহেদি হাসান মিরাজ, হাসান মাহমুদ, তাইজুল ইসলাম, খালেদ আহমেদ।
ভারত একাদশ- যশস্বী জয়সওয়াল, রোহিত শর্মা, শুভমান গিল, বিরাট কোহলি, ঋষভ পন্ত, লোকেশ রাহুল, রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন, আকাশদ্বীপ, জাসপ্রিত বুমরাহ, মোহাম্মদ সিরাজ।