সাকিবের নামে এমন মামলা অপ্রত্যাশিত, বলছেন শান্ত

সাকিব আল হাসান ও নাজমুল হোসেন শান্ত
সাকিব আল হাসান ও নাজমুল হোসেন শান্ত  © ফাইল ছবি

দেশে সেরা অল-রাউন্ডার সাকিব আল হাসানের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে। দল থেকে বাদ দিয়ে তাকে দেশে ফেরাতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) লিগ্যাল নোটিশও পাঠানো হয়েছে। সাকিবের নামে এমন মামলা অপ্রত্যাশিত বলে মন্তব্য করেছেন জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। সোমবার (২৬ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্ট করেন তিনি। 

শান্ত লেখেন, 'সাকিব ভাই আমাদের দেশের অনেক বড় সম্পদ। দীর্ঘ ১৭ বছর বিশ্বের দরবারে বাংলাদেশের নাম উঁচিয়ে ধরেছেন তিনিই। সাকিব ভাইয়ের নামে এমন মামলা অপ্রত্যাশিত। নতুন বাংলাদেশ, আমরা সবাই নতুন কিছু দেখতে চাই। আশা করি সকল আঁধার কেটে, নতুন আলো আসবে!' 

এর আগে সাকিবকে মিথ্যা মামলার আসামি করা হয়েছে বলে দাবি করেন বাংলাদেশ টেস্ট দলের সাবেক অধিনায়ক মুমিনুল হক। ফেসবুকে এক পোস্টে তিনি লিখেছেন, 'প্রায় ১৮ বছর ধরে দেশের ক্রিকেটে প্রতিনিধিত্ব করছেন সাকিব আল হাসান। দেশের ক্রিকেটে তার হাত ধরে এসেছে কত জয়! সেই মানুষটা এখন মিথ্যা মামলার আসামি!'

এমন মিথ্যা মামলা দেশের ক্রিকেটের ভাবমূর্তি নষ্ট করবে উল্লেখ করে মুমিনুল আরও লিখেছেন, 'গার্মেন্টসকর্মী হত্যা মামলায় দায়ে অভিযুক্ত সাকিব ভাই তখন কানাডায় খেলছিলেন। দেশেও ছিলেন না লম্বা সময়। সাকিব ভাইয়ের নামে এমন মামলা অপ্রত্যাশিত। এমন ঘটনা দেশের ক্রিকেটের ভাবমূর্তি নষ্ট করতে পারে।'


সর্বশেষ সংবাদ