র্যাঙ্কিংয়ে ৪৮তম দলের সঙ্গে সেমিফাইনাল শীর্ষে থাকা আর্জেন্টিনার, খেলা দেখবেন কোথায়?
- টিডিসি ডেস্ক
- প্রকাশ: ০৯ জুলাই ২০২৪, ১০:৫০ PM , আপডেট: ০৯ জুলাই ২০২৪, ১১:১৩ PM
চলতি কোপা আমেরিকার গ্রুপ পর্বে ফিফা র্যাঙ্কিংয়ে শীর্ষস্থানে থাকা ও বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনার কাছে হেরেছিল কানাডা। একই আসরে এবার দুই দলের দেখা হচ্ছে সেমিফাইনালে। শুধু তাই নয়, যেকোনো প্রতিযোগিতার মুখোমুখি লড়াইয়ে প্রতিপক্ষের ধারেকাছে নেই র্যাঙ্কিংয়ে ৪৮তম দল কানাডা। ২০১০ সালে প্রীতি ম্যাচে প্রথম দেখায় ৫-০ গোলের হার সঙ্গী হয়েছিল তাদের। এবার কোপার আসরে গ্রুপ পর্বের দেখায় তারা মেসিদের বিপক্ষে হেরে যায় ২-০ ব্যবধানে।
নিউ জার্সির মেট লাইফ স্টেডিয়ামে মেসিদের ফাইনালে ওঠার মিশন শুরু হবে বাংলাদেশ সময় আগামীকাল বুধবার সকাল ৬টায়। ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে দেশের বেসরকারি টিভি চ্যানেল টি স্পোর্টস।
কানাডা তাদের ফুটবল ইতিহাসে এবারই প্রথম কোপা আমেরিকায় খেলার সুযোগ পেয়েছে। প্রথমবার খেলতে এসেই বাজিমাত করেছে উত্তর আমেরিকার দলটি। তাদের আগে ১৯৯৩ সালে মেক্সিকো ও ২০০১ সালে হন্ডুরাস কোপা আমেরিকায় প্রথমবার খেলতে এসেই সেমিফাইনাল খেলেছিল। হন্ডুরাস আর এগোতে না পারলেও মেক্সিকো পৌঁছে গিয়েছিল ফাইনালে।
মেক্সিকোর সেই রেকর্ড ছোঁয়ার সুযোগ এবার কানাডার সামনে। কিন্তু সেই সুযোগ কি পাবে কানাডা? কারণ, তাদের সামনে যে হেভিওয়েট আর্জেন্টিনা। যারা বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন, কোপার বর্তমান চ্যাম্পিয়ন, ফিফা র্যাংকিংয়ে নাম্বার ওয়ান। যাদের ঝুলিতে রয়েছে কোপা আমেরিকার রেকর্ড ১৫টি শিরোপা। এবারের আসরেও যারা শিরোপা জয়ের ক্ষেত্রে ফেভারিট।
তবে ফিফা র্যাংকিংয়ে ৪৮তম অবস্থানে থাকা কানাডার কোচ জেসি মার্শ জায়ান্ট কিলার হওয়ার সুযোগের অপেক্ষায়, গেল পাঁচ বছরে তারা মাত্র দুইবার হেরেছে। লিওনেল মেসি সময়ের সেরা খেলোয়াড়। তবে আমরা বিশ্বাস করি আমাদেরও সুযোগ আছে। আমরা সেভাবেই প্রস্তুতি নিয়েছি।
চলতি বছরে এ পর্যন্ত আট ম্যাচ খেলেছে আর্জেন্টিনা; হারের তেতো স্বাদ কেউ স্কালোনির দলকে দিতে পারেনি। সবগুলোই জেতা আলবিসেলেস্তাদের আত্মবিশ্বাস এখন তুঙ্গে। সবশেষ লিওনেল স্কালোনির দল হারের তেতো স্বাদ পেয়েছিল গত নভেম্বরে, বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে উরুগুয়ের বিপক্ষে ২-০ গোলে।
কানাডার সাত ম্যাচের ফল ভালো-মন্দ মিশিয়ে। দুটি করে জয় ও হার এবং বাকি তিন ম্যাচ ড্র। চলতি কোপা আমেরিকায় চার ম্যাচের মধ্যে টাইব্রেকারের জয় বাদ দিলে তাদের জয় মাত্র একটি; গ্রুপ পর্বে পেরুর বিপক্ষে, ১-০ গোলে।
ফিফা র্যাঙ্কিংয়ে ব্যবধান ৪৭ ধাপ, মানে দুই দলের মধ্যে মিল খুঁজে পাওয়া দুঃস্কর। তারপরও অন্ত্যমিল একটু আছে বৈকি! দুই দলই কোয়ার্টার-ফাইনালের বৈতরণী পেরিয়েছে টাইব্রেকারে জিতে। একুয়েডরকে ৪-২ ব্যবধানে আর্জেন্টিনা এবং ভেনেজুয়েলাকে ৪-৩ গোলে হারিয়েছিল কানাডা।