কেন চিলির ডিফেন্ডারের পা টেনে ধরলেন নিকোলাস গঞ্জালেস

চিলির ডিফেন্ডারের পা টেনে ধরলেন নিকোলাস গঞ্জালেস
চিলির ডিফেন্ডারের পা টেনে ধরলেন নিকোলাস গঞ্জালেস  © সংগৃহীত

কোপা আমেরিকার ৪৮তম আসরে নিজেদের দ্বিতীয় ম্যাচে মেসি-ডি মারিয়াদের প্রতিপক্ষ ছিলো সাবেক চ্যাম্পিয়ন চিলি। প্রথমার্ধে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে গোল করতে না দিলেও পরে ৮৮ মিনিটে মার্টিনেজের একমাত্র গোলেই জয় তুলে নিয়ে এক ম্যাচ হাতে রেখে প্রথম দল হিসেবে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করলো আলবিসেলেস্তেরা। তবে ম্যাচ চলাকালীন সময়ে অদ্ভুত কাণ্ড ঘটেছে। চিলির ডিফেন্ডার মরিসিও ইসলাার পা টেনে ধরলেন নিকোলাস গঞ্জালেস। 

বুধবার (২৬ জুন) সকাল ৭টায় মাঠে নেমেছিল আর্জেন্টিনা এবং চিলি। প্রথমার্ধের পুরো ৪৫ মিনিটে দাপট দেখিয়েছে আর্জেন্টিনা। ৬৩ শতাংশ বল ধরে রেখেছিল তারা। এরমধ্যে চিলির গোলমুখে শট নিয়েছে ১৩টি। কিন্তু অধিকাংশ দূরপাল্লার শট থাকায় তা চিলির গোলমুখ স্পর্শ করতে পারেনি। যদিও ৩টি শট গোলমুখে থাকলেও তা চিলি গোলরক্ষক ক্লদিও ব্রাভো সেইভ করেছেন।

যদিও ৮৮তম মিনিটে মেসির নেয়া কর্নার কিক থেকে ভেসে আসা বল ক্লিয়ার করলেও ফিরতি বলে দারুণ এক শটে চিলির জালে জড়িয়ে দেন পরিবর্তিত হিসেবে মাঠে নামা লাউতারো মার্টিনেজ। আর তাতেই জয় পায় বিশ্বচ্যাম্পিয়নরা। 

তবে ম্যাচ চলাকালীন সময়ে খেলা যখন ৬১ মিনিটে, ঠিক তখন নিকোলাস গঞ্জালেস রকেট শট থামিয়ে ক্রসবারের অপর দিয়ে পাঠান ব্রাভো। কিছুক্ষণ পরেই, চিলির ডিফেন্ডারের পা ধরে সম্ভাব্য একটি কাউন্টার-অ্যাটাক রুখে দেন গঞ্জালেস। তবে ভাগ্য ভালো ছিল তার। ম্যাচ রেফারি তাকে হলুদ কার্ড দেননি।

আজ ম্যাচের ৬১ শতাংশ সময়ই বল দখল নিজেদের কাছেই রেখেছিল আলবিসেলেস্তেরা, বল নিয়ন্ত্রণে রেখে ২২টি শট নিয়ে ৯টিই লক্ষ্যে রেখেছে স্কালোনির শিষ্যরা। ৪১ বছরের অভিজ্ঞ গোলরক্ষক ক্লদিও ব্রাভো যেন চীনের মহাপ্রাচীর হয়ে ছিলেন আর্জেন্টিনার সামনে। টানা আক্রমণ করেও ওই এক ব্রাভোর কারণেই গোল পায়নি আর্জেন্টিনা। এদিকে পুরো ম্যাচে আজ চিলি শট নিতে পেরেছে কেবল তিনটি।

১-০ গোলের এই জয়ে ৬ পয়েন্ট নিয়ে প্রথম দল হিসেবে কোপা আমেরিকার শেষ আটে পা রাখল আর্জেন্টিনা। গ্রুপে তারা আছে সবার ওপরে। ৩ পয়েন্ট নিয়ে কানাডা আছে দুইয়ে। চিলি এবং পেরু দুই দলেরই ঝুলিতে আছে ১ পয়েন্ট। পেরুর বিপক্ষে শেষ ম্যাচটি খেলবে স্কালোনির দল। ৩০ জুন মায়ামির হার্ড রক স্টেডিয়ামে গ্রুপের শেষ ম্যাচে মাঠে নামবে তারা। 


সর্বশেষ সংবাদ