বিশ্বকাপে খারাপ খেললেও দর্শকদের পাশে চান অধিনায়ক শান্ত
- টিডিসি স্পোর্টস
- প্রকাশ: ২৯ মে ২০২৪, ০২:০৬ PM , আপডেট: ২৯ মে ২০২৪, ০২:৩৩ PM
দরজায় কড়া নাড়ছে ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ। আগামী রোববার (২ জুন) থেকে মাঠে গড়াবে টি-টুয়েন্টি বিশ্বকাপের নবম আসর। বিশ্বকাপে দুঃসময় এলে সমর্থকরা যেন পাশে থাকেন, এমনটাই চান জাতীয় দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। বিশ্বকাপে বড় স্বপ্ন আছে দলের, তবে খারাপ করলেও যেন সমর্থকরা পাশে থাকেন সেই অনুরোধ জানিয়ে খারাপ সময়ে দর্শকদের পাশে চান শান্ত।
বুধবার (২৯ মে) সকালে বিসিবির ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক ভিডিওতে বিশ্বকাপ নিয়ে নিজের ভাবনার কথা জানান শান্ত।
এসময় বিশ্বকাপে দলের লক্ষ্যের কথা জানিয়ে শান্ত বলেন, ‘প্রত্যেকটা ক্রিকেটারের স্বপ্ন থাকে দেশের হয়ে প্রতিনিধিত্ব করার। সেটা যদি হয় বিশ্বকাপের মতো মঞ্চ, তাহলে সেটা আরও গর্বের একটা বিষয়। বিশ্বকাপের সময়টাকে উপভোগ করতে চাই। দলের হয়ে অবদান রাখতে চাই। অধিনায়ক হওয়ার ফলে দায়িত্ব বেড়ে গেছে, এইভাবে চিন্তা করতে চাই না। প্রতিটা দিন দলকে যাতে কিছু একটা দিতে পারি, সেটাই মূল লক্ষ্য থাকবে ‘
শান্ত আরও যোগ করেন, ‘ফলাফল কি হবে, সেটা নিয়ে চিন্তা করাটা বাড়তি চাপ মনে হয়। নিজের কাজটা ঠিকঠাক করতে চাই। দলের হয়ে অবদান রাখতে চাই। আর দেশে-বিদেশে আমাদের দেশের প্রত্যেকটা মানুষ যেভাবে সমর্থন করে, সেটা আমাদের জন্য অনুপ্রেরণার। বিশ্বকাপের সময় দর্শকদের কাছে একটাই চাওয়া, যদি আমরা কোনো খারাপ পরিস্থিতিতে পরি, তবুও যেন তারা দলের পাশে থাকে এবং সমর্থন করে।’
ঘরের মাঠের বাইরেও দর্শকদের সমর্থন পাওয়াটা লাল-সবুজদের জন্য একটি বাড়তি অনুপ্রেরণা। শান্ত বলছেন, ‘এটা একটা দারুণ উত্তেজনাপূর্ণ মুহূর্ত। দেশের বাইরে এসে যখন ভক্তদের সমর্থন পাই, সেটি আসলে একটি বাড়তি অনুপ্রেরণা। দেশের মানুষ যেভাবে ক্রিকেট ভালোবাসে, পাশে থাকে, যেটি অবশ্যই আমাদের অনুপ্রাণিত করে।’
ক্রিকেটারদের কাছে আলাদা করে কোনো প্রত্যাশা অধিনায়কের নেই। তবে বাড়তি কিছু চান তিনি দলের অভিজ্ঞতম ক্রিকেটার ও সবকটি বিশ্বকাপে খেলা অলরাউন্ডার সাকিব আল হাসানের কাছে। “আলাদা করে চাওয়ার কিছু নেই। প্রতিটি ক্রিকেটারের কাছ থেকে, সবার কাছেই আমার সমান প্রত্যাশা। যার যে ভূমিকাগুলো থাকবে, সেভাবেই যেন দলে অবদান রাখতে পারে, এটাই প্রধান চাওয়া থাকবে।”
“আলাদা করে যদি বলেন, আমি চাইব সাকিব ভাই তার অভিজ্ঞতা প্রতিটি ক্রিকেটারের সঙ্গে ভাগাভাগি করবেন। গত বছরগুলোতে যে অভিজ্ঞতাগুলোর মুখোমুখি হয়েছেন তিনি, ধারণাগুলো তরুণ ক্রিকেটারদের দিলে তারা অনেক উপকৃত হবেন। এমনিতেও তিনি এটা করেন। আলাদাভাবে প্রত্যাশা বললে, তার কাছে এই চাওয়া থাকবে।”
প্রথমবার বিশ্বকাপে নেতৃত্ব দিতে যাওয়া শান্তর ব্যক্তিগত কোনো লক্ষ্য তেমন নেই বলেই দাবি করলেন। দলে নিজের ভূমিকাটুকু শুধু পালন করতে চান তিনি। আমার নিজের ব্যক্তিগত ওরকম কোনো লক্ষ্য নেই। আমি যেভাবে চিন্তা করি যে, প্রতিটি ম্যাচে দলে কীভাবে অবদান রাখতে পারি, এটাই লক্ষ্য। যুক্তরাষ্ট্রের বিপক্ষে সিরিজেও শান্ত ছিলেন আড়ালে। তাই বিশ্বকাপের মতো মঞ্চে দল হিসেবে ভালো করতে হলে, তার রানে ফেরার বিকল্প নেই।
আগামী ২ জুন ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে শুরু হচ্ছে নবম টি-টোয়েন্টি বিশ্বকাপ আসর। ৮ জুন সকালে ডালাসে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশনে নামছে বাংলাদেশ।
আরও পড়ুন: দেখে নিন টি-টোয়েন্টি বিশ্বকাপের ২০ দলের চূড়ান্ত স্কোয়াড ও পূর্ণাঙ্গ সূচি
বাংলাদেশের টি-টোয়েন্টি বিশ্বকাপ স্কোয়াড: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তাসকিন আহমেদ (সহ অধিনায়ক), লিটন দাস, সৌম্য সরকার, তানজিদ হাসান তামিম, সাকিব আল হাসান, তাওহীদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, জাকের আলি অনিক, তানভীর ইসলাম, শেখ মেহেদী হাসান, রিশাদ হোসেন, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব।
রিজার্ভ: আফিফ হোসেন ধ্রুব, হাসান মাহমুদ।