শতরানের আগেই ৫ উইকেট হারিয়ে ধুঁকছে শ্রীলঙ্কা

  © সংগৃহীত

বৃষ্টিভেজা সিলেটের মাঠে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন বাংলাদেশ দলের অধিনায়ক নাজমুল হাসান শান্ত। সেই সিদ্ধান্ত ভালোভাবে কাজে লেগেছে। খালেদ আহমেদের দারুণ বোলিংয়ে অর্ধশত রান পার না হতেই ৫ উইকেট হারিয়ে ধুকছে শ্রীলঙ্কা। এর মধ্যে খালেদ তুলে নিয়েছেন ৩টি উইকেট। 

দলের দ্বিতীয় ও নিজের প্রথম ওভারেই উইকেট পান খালেদ। তার ফুল লেংথ ডেলিভারি ড্রাইভ করার চেষ্টায় লংকান ওপেনারের ব্যাটের বাইরের কানায় লেগে চলে যায় উইকেটের পেছনে মিরাজের হাতে। ৯ বলে ২ রান করে ফেরেন মাদুশকা।ফলে দলীয় ৩ রানের প্রথম উইকেট হারায় শ্রীলঙ্কা।

এরপর ১২তম ওভারে ১৬ রান করা মেন্ডিস জাকিরের হাতে ক্যাচ দিয়ে ফিরলে দ্বিতীয় উইকেট পান খালেদ। সেই ওভারেই দুর্দান্ত এক ইনসুইঙ্গারে করুনারত্নেকে বোল্ড করেন তিনি।

ম্যাথিউসও খুব বেশিক্ষণ মাঠে টিকতে পারেননি। মাত্র ৫ রানের মাথায় শান্তর দারুণ এক থ্রোতে রান আউট হয়ে প্যাভিলিয়নে ফিরতে হয়েছে তাকে। কিছু সময় পর চান্দিমালকেও সাজঘরে ফেরান শরিফুল ইসলাম।

ফলে দলীয় ৫৭ রানে ৫ উইকেট হারায় শ্রীলঙ্কা। এ প্রতিবেদন লেখা পর্যন্ত  ৫ উইকেট হারিয়ে লঙ্কানদের সংগ্রহ ৯১ রান। 

আজ শুক্রবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জেতে বাংলাদেশ। এরপর ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন টাইগার দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। ব্যাট করার আমন্ত্রণ জানিয়েছেন লংকান অধিনায়ক ধনাঞ্জয়া ডি সিলভাকে।

শ্রীলঙ্কা একাদশ
নিশান মাদুশকা, দিমুথ করুণারত্নে, কুশল মেন্ডিস (উইকেটরক্ষক), অ্যাঞ্জেলো ম্যাথিউস, দিনেশ চান্দিমাল, ধনঞ্জয়া ডি সিলভা (অধিনায়ক), কামিন্দু মেন্ডিস, প্রবাথ জয়সুরিয়া, বিশ্ব ফার্নান্ডো, কাসুন রাজিথা, লাহিরু কুমারা।

বাংলাদেশ একাদশ
মাহমুদুল হাসান জয়, জাকির হাসান, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মমিনুল হক, শাহাদাত হোসেন দিপু, লিটন দাস (উইকেটরক্ষক), মেহেদি হাসান মিরাজ, তাইজুল ইসলাম, খালেদ আহমেদ, নাহিদ রানা, শরিফুল ইসলাম।


সর্বশেষ সংবাদ