শান্তর সেঞ্চুরিতে বাংলাদেশের সহজ জয়

আজকের সেঞ্চুরিটি শান্তর ওয়ানডে ক্যারিয়ারের তৃতীয়
আজকের সেঞ্চুরিটি শান্তর ওয়ানডে ক্যারিয়ারের তৃতীয়  © সংগৃহীত

চট্টগ্রামে সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচে শ্রীলঙ্কাকে ২৫৫ রানে অলআউট করে দিয়েছে বাংলাদেশ। জবাব দিতে নেমে প্রথম বলেই বোল্ড হন ওপেনার লিটন দাস। পরে ব্যর্থ হয়ে ফেরেন ওপেনার সৌম্য সরকার ও চারে নামা তাওহীদ হৃদয়। বাংলাদেশ ২৩ রানে হারায় ৩ উইকেট। সেখান থেকে নাজমুল শান্ত সেঞ্চুরি করে দলকে ৬ উইকেটে জয় এনে দিয়েছেন।

বাংলাদেশ ৪৪ ওভার ৪ বলে ৪ উইকেট হারিয়ে ২৫৬ রান করছে। ক্রিজে থাকা নাজমুল শান্ত অপরাজিত ১২২ রানে আর তার সঙ্গী মুশফিক করেছেন ৭৩ রান। এর আগে মাহমুদউল্লাহ ৩৭ রান করে ফিরেছেন। সৌম্য ও ‍হৃদয় ৩ রান করে যোগ করেন।

লঙ্কানদের বিপক্ষে হাঁকানো দারুণ এই সেঞ্চুরিটি শান্তর ওয়ানডে ক্যারিয়ারের তৃতীয়। এদিন ১১ চার আর ১ ছক্কায় সেঞ্চুরির মাইলফলকে পৌঁছান তিনি।

এর আগে গেল বছরের ৩ সেপ্টেম্বর সেঞ্চুরি হাঁকিয়েছিলেন শান্ত। সে হিসেবে ৬ মাস পর আবার সেঞ্চুরির দেখা পেলেন বাংলাদেশ অধিনায়ক। পাকিস্তানের লাহোরে সেই ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে ১০৪ রানের ইনিংস খেলেছিলেন শান্ত।


সর্বশেষ সংবাদ