নতুন কোচ পেলেন লিটন-শান্তরা

নাথান কিয়েলি
নাথান কিয়েলি  © সংগৃহীত

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) স্ট্রেংথ অ্যান্ড কন্ডিশনিং কোচ হিসেবে নাথান কিয়েলিকে নিয়োগ দিয়েছে। নতুন এই কোচ ২ বছরের চুক্তিতে জাতীয় দলের সঙ্গে কাজ করবেন। আগামী ১৫ এপ্রিল থেকে গণনা শুরু হবে এই অস্ট্রেলিয়ানের মেয়াদকাল।

এক বিবৃতিতে এসব তথ্য নিশ্চিত করেছে বিসিবি। বিসিবির সঙ্গে চুক্তিবদ্ধ হওয়ার আগে পেশাদার ক্রিকেট ও রাগবি লিগে কাজ করেছেন নাথান। ২০১৮ থেকে ২০২১ সাল পর্যন্ত ক্রিকেট নিউ সাউথ ওয়েলসের ফিজিক্যাল পারফরম্যান্স কোচ ছিলেন তিনি। ওই সময় নিউ সাউথ ওয়েলসের দায়িত্বে ছিলেন হাথুরুসিংহে।

এছাড়া এনএসডব্লিউ ব্লুজ, এনএসডব্লিউ পাথওয়েস ও প্রমীলা বিগ ব্যাশের দল সিডনি সিক্সার্সের সাথে কাজ করেছেন কিয়েলি। জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ থেকে বাংলাদেশের হয়ে কাজ করবেন নাথান।

এছাড়া গত মাসে জাতীয় দলেন নতুন ব্যাটিং কোচ হিসেবে ডেভিড হেম্প ও পেস বোলিং কোচ হিসেবে অ্যান্ড্রু অ্যাডামসকে নিয়োগ দিয়েছে বিসিবি। তাদের দুজনের সঙ্গেও আগামী দুই বছরের জন্য চুক্তি করেছে বিসিবি।

আরও পড়ুন: অধিনায়কত্ব ছাড়তে চাপ দেওয়া হয়েছিল বললেন তামিম

এদিকে, সম্প্রতি দেশের একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলকে সাক্ষাৎকার দিয়েছেন বাংলাদেশ ক্রিকেট দলের অন্যতম সেরা ওপেনার তামিম ইকবাল। সাক্ষাৎকারে জাতীয় দলে ফেরার বিষয়ে তামিম বলেন, ‘আমার জন‍্য আন্তর্জাতিক ক্রিকেটে ফেরা খুব ডিফিকাল্ট।’

এ সময় অধিনায়কত্ব ছাড়ার বিষয়ে কথা বলেন তামিম। তিনি বলেন, ‘আমার সাথে পাপন ভাই, জালাল ভাইয়ের দেড় ঘণ্টা মিটিং হয়েছে। আমি সব কিছুই বলেছি যে আমি কেমন অনুভব করি এসব। ইনজুরিও একটা কারণ ছিল।’


সর্বশেষ সংবাদ