খারাপ সময়ে সবই খারাপ যায়: সাকিব

সাকিব আল হাসান
সাকিব আল হাসান  © সংগৃহীত

সিলেট পর্বে হওয়া ৪ ম্যাচ থেকে তিনটি জয় দিয়ে টেবিলের শীর্ষে এখন সাকিব আল হাসান-বাবর আজমের রংপুর। গতকাল সিলেট স্ট্রাইকার্সকে ৭৭ রানের বড় ব্যবধানে হারিয়েছে তারা। এর ফলে ছয় ম্যাচে চার জয় নিয়ে শীর্ষে উঠে গেছে রংপুর। তবে সাকিব ফিরেছিলেন গোল্ডেন ডাক নিয়ে। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে আসেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব।

শনিবার (৩ ফেব্রুয়ারি) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বিপিএলের ২০তম ম্যাচে ৭৭ রানে জয় পায় রংপুর। এই ম্যাচে ব্যাট হাতে গোল্ডেন ডাক মারলেও বল হাতে ৪ ওভারে একটি মেডেনসহ ১৮ রান দিয়ে ২টি উইকেট পান সাকিব আল হাসান।

ভারতের মাটিতে সেই বিশ্বকাপের সময় থেকেই ব্যাটে ভাটা সাকিব আল হাসানের। চোখের সমস্যায় ভুগছেন তিনি। যা প্রভাব ফেলছে তার পারফরম্যান্সেও। চলতি বিপিএলে রংপুর রাইডার্সের হয়ে সাকিব বল করলেও ব্যাটিং করছেন না বললেই চলে।

আগে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো হয়নি রংপুরের। ইনিংসের দ্বিতীয় ওভারেই ব্রেন্ডন কিংয়ের উইকেট হারায় তারা। এরপর ৫১ রানের জুটি গড়েন ফজলে মাহমুদ রাব্বি ও বাবর আজম। ১৪ রান করে সাজঘরে ফেরেন রাব্বি। চার নম্বরে ব্যাটিংয়ে নামা সাকিব এদিন ব্যাট হাতে হন পুরোপুরি ব্যর্থ। হ্যারি টেক্টরের প্রথম বলই তার পায়ে লাগে। পরে রিপ্লেতে দেখা গেছে রিভিউ নিলে বেঁচে যেতেন তিনি।

অর্ধ-শতকের কাছে গিয়ে ৪৭ রান করে আউট হন বাবর। পরে রংপুরকে লড়াকু পুঁজি এনে দিতে বড় ভূমিকা রাখেন নুরুল হাসান সোহান ও আজমতউল্লাহ ওমরজাই। ১৪ বলে ২২ রান করে ওমরজাই ও ৩০ বলে ৪৬ রান করে আউট হন নুরুল হাসান সোহান। শেষ পর্যন্ত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৬২ রান করে রংপুর। 

১৬৩ রানের জবাবে ব্যাট করতে নেমে সুবিধা করতে পারেনি স্বাগতিকরা। সাতে নামা রায়ান বার্লের ৩২ বলে ৪৩ রানের ঝড়ো ইনিংসের পরেও ৮৫ রানে গুটিয়ে যায় সিলেট। শেখ মেহেদী ও মোহাম্মদ নবী ৩টি করে উইকেট নেন। সাকিব নেন ২ উইকেট।

ম্যাচ শেষে তিনি সংবাদ সম্মেলনে হাজির হন। সে সময়ে জানতে চাওয়া হয় তার আউটের বিষয়ে। সাকিব বলেন, 'বুঝলাম যে খারাপ সময়ে সবকিছু খারাপ যায়।' শোনা গিয়েছিল, ওয়ানডে বিশ্বকাপ থেকে সাকিব চোখে সমস্যায় ভুগছেন। বিপিএলে এসে সেই সমস্যা প্রকট হয়েছে। কিন্তু শনিবার সাকিব বললেন বিষয়টা চোখের সমস্যা না।

সমস্যা কোথায় সাকিব নিজেও খুঁজে পাচ্ছেন না। এই সমস্যা সমাধানের জন্য নিজের দলের পাশাপাশি কুমিল্লা ভিক্টোরিয়ান্সের কোচ মোহাম্মদ সালাউদ্দিনও চেষ্টা করছেন। এ বিষয়ে সাকিব বলেন, 'সবাই চেষ্টা করছে সাহায্য করার। আমি যে সমস্যায় ভুগছি সে সমস্যা যেন উতরে যেতে পারি।' 

এর আগে কোচ সালাউদ্দিন জানিয়েছিলেন, সাকিবের সমস্যার সমাধান না হলে সে আর ক্রিকেটেই ফিরবে না। এই বিষয়ে বিশ্বাসের অলরাউন্ডার বলেন, 'আমার এখন পর্যন্ত কোনো ভাবনা নেই। চেষ্টা করছি, আগে চেষ্টা শেষ করে নেই। তারপরেরটা পরে বলবো।'

সাকিবের নামের পাশে 'বিশ্বসেরা অলরাউন্ড' বিশেষণটি যেন অতপ্রোতভাবে জড়িত। কিন্তু সম্প্রতি তিনি একজন বোলার হিসেবে খেলছেন। বিষয়টি ভালো লাগে না সাকিবের। তাইতো অকপট স্বীকারোক্তি, 'জীবনে কখনও এরকম করিনি। যেকোনো একটা সাইড দিয়ে (বোলিং অথবা ব্যাটিং) খেলতে হয়েছে, এরকম কখনও হয়নি। এটা প্রথমবার।

অবশ্যই রংপুর রাইডার্সের জন্য অনুভব করছি, তারা আমাকে যে আশা নিয়ে দলে নিয়েছিল, তার অর্ধেক পূরণ করতে পারছি, অর্ধেক পারছি না। কিন্তু তারপরও তারা যেভাবে আমাকে সমর্থন করছে সেজন্য ধন্যবাদ অবশ্যই দিতে হয়। এই ফ্রাঞ্চাইজিটিতে খেলতে পেরে খুবই গর্বিত আমি বলবো। তারা আমাকে যেভাবে টেক কেয়ার করেছে এই সময়ে, আমার অবস্থাটা বুঝতে পেরেছে, যেভাবে বিষয়টা সামলিয়েছে, তাতে তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা ছাড়া আমার কিছু বলার নেই।'

বিপিএলের পরে শ্রীলঙ্কা সিরিজে খেলা নিয়ে সাকিব বলেন, 'এটা আসলে সময়ই বলে দেবে। টুর্নামেন্ট এখনও আছে, দেখি কী অবস্থা দাঁড়ায়। তারপরে অফিসিয়ালদের সাথে কথা হবে, তারপরে সিদ্ধান্ত হবে।' সাংবাদিকরা চোখের সমস্যা নিয়ে জিজ্ঞেস করলে তিনি বলেন, 'জানি না, আমার কোনো ধারণা নাই যে, এটা কখন ঠিক হবে। 


সর্বশেষ সংবাদ