২০২৩ সালে বিশ্বের সর্বোচ্চ গোল এখন রোনালদোর
- টিডিসি স্পোর্টস
- প্রকাশ: ২৮ ডিসেম্বর ২০২৩, ০৯:০৪ AM , আপডেট: ২৮ ডিসেম্বর ২০২৩, ০৯:০৪ AM
পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী ক্রিশ্চিয়ানো রোনালদোর বর্তমান বয়স ৩৮। তবে তার জন্য বয়স যেন শুধুই সংখ্যা। কারণ এই বয়সেও ২০২৩ সালের সর্বোচ্চ গোলদাতা এখন রোনালদো। ৩৮ বছর বয়সে ইউরোপ ছেড়ে সৌদি আরবে পাড়ি জমালেও পর্তুগিজ মহাতারকার পারফরম্যান্সে ভাটার টান লাগার কোনো লক্ষণ নেই। এই বয়সে ফিটনেস ধরে রেখে ফুটবল মাঠে দৌড়ানো প্রায় দুরূহ।
মঙ্গলবার সৌদি প্রো লিগে আল ইত্তিহাদের বিপক্ষে আল নাসরের ৫-২ ব্যবধানের জয়ে পেনালটি থেকে জোড়া গোল করে চূড়ায় উঠেছেন সিআর সেভেন। এ বছর ক্লাব ও দেশের হয়ে সর্বোচ্চ ৫৩ গোল এখন রোনালদোর। তিনি টপকে গেছেন বার্য়ান মিউনিখের হ্যারি কেইন ও পিএসজির কিলিয়ান এমবাপ্পেকে। দুজনের গোল ৫২টি করে।
এছাড়া ম্যানসিটির আর্লিং হলান্ড করেছেন ৫০ গোল। আপাতত চোট নিয়ে মাঠের বাইরে হলান্ড। অন্যদিকে কেইন ও এমবাপ্পের এ বছর আর কোনো ম্যাচ নেই। রোনালদোর শীর্ষে থাকা তাই নিশ্চিত।
এ ম্যাচ দিয়েই মরুর দেশটিতে পুনর্মিলন হয় এক সময়ের দুই সতীর্থ ক্রিশ্চিয়ানো রোনালদো এবং করিম বেনজেমার। তবে দুজনের ফের দেখা হওয়ার এই ঘটনা ছাপিয়ে গেছে পর্তুগীজ মহাতারকার মাইলফলক। পেনাল্টিতে রোনালদোর করা জোড়া গোলে ৫-২ গোলের বিশাল জয় পেয়েছে আল নাসের। একই সঙ্গে ২০২৩ সালে সবথেকে বেশি গোল করার রেকর্ড গড়েছেন রোনালদো।
আরও পড়ুন: গুগলে খেলোয়াড়দের মধ্যে সবচেয়ে বেশি খোঁজা হয়েছে রোনালদোকে
এ বছর আল নাসেরের জার্সিতে আরও একবার মাঠে নামবেন রোনালদো। ফলে এ সংখ্যাটা আরও একটু বাড়িয়ে নেয়ার সুযোগ পাবেন তিনি।
অন্যদিকে এ বছর জাতীয় দল এবং ক্লাবের জার্সিতে মোট ৫৮ ম্যাচ খেলে ৫৩টি গোল করেছেন রোনালদো। এছাড়া ১৫টি গোলে সহায়তাও করেছেন তিনি। সব মিলিয়ে মোট ৬৮টি গোলে প্রত্যক্ষ বা পরক্ষভাবে অবদান রেখেছেন পর্তুগীজ মহাতারকা।
এদিকে, গুগলে খেলোয়াড়দের মধ্যে সবচেয়ে বেশি খোঁজা হয়েছে রোনালদোকে। মার্কিন যুক্তরাষ্ট্রের টেকনোলজি কোম্পানি সার্চ ইঞ্জিন গুগল ২৫ বছর ধরে সেবা দিয়ে আসছে। গুগল ১৯৯৮ সালে প্রতিষ্ঠিত হয়। এ ২৫ বছরের ইতিহাসে গুগলের ইতিহাসে খেলোয়াড়দের সবচেয়ে বেশি সার্চ হওয়া খেলোয়াড়ের নাম আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি। তিনি আর কেউ নন, বর্তমান বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনালদো।