প্রথম শিরোপার খোঁজে ব্যাটিংয়ে বাংলাদেশের যুবারা

সংযুক্ত আরব আমিরাতের মুখোমুখি বাংলাদেশের যুবারা
সংযুক্ত আরব আমিরাতের মুখোমুখি বাংলাদেশের যুবারা  © সংগৃহীত

প্রথম শিরোপার খোঁজে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে আজ সংযুক্ত আরব আমিরাতের মুখোমুখি বাংলাদেশের যুবারা। ফাইনালের লড়াইয়ে টস জিতে টাইগার যুবাদের ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছেন আমিরাত অধিনায়ক আফজাল খান। ভারতকে হারিয়ে দ্বিতীয়বারের মতো এশিয়া কাপের ফাইনালে উঠেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। 

রোববার (১৭ ডিসেম্বর) দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় ম্যাচ শুরু সকাল সাড়ে ১১টায়। দলটি এবারের এশিয়া কাপের আসরে একের পর এক চমক দেখিয়ে আসছে। 

দেশটির ইতিহাসে যেকোনো পর্যায়ের ক্রিকেটে প্রথমবার এসিসি কিংবা আইসিসি টুর্নামেন্টের ফাইনাল নিশ্চিত করেছে তারা। দু’দলই আজ প্রথম শিরোপার খোঁজে মুখোমুখি হয়েছে। ইতোমধ্যে টস ভাগ্যে পরাজিত হয়েছে বাংলাদেশ। টস হেরে আরব আমিরাত টাইগার যুবাদের ব্যাটিংয়ে পাঠিয়েছে।

এবারের আগে একবারই অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে উঠেছিল বাংলাদেশের যুবারা। ২০১৯ আসরে শিরোপা নির্ধারণী ম্যাচে ভারতের কাছে হেরে যায় টিম টাইগার্স। তবে এবার শিরোপা হাতছাড়া করতে চায় না ইয়াং টাইগার্সরা। 

অন্যদিকে, নিজেদের ইতিহাসে যেকোনো পর্যায়ের ক্রিকেটে প্রথমবার এসিসি কিংবা আইসিসি টুর্নামেন্টের ফাইনাল নিশ্চিত করেছে আমিরাত। যে কারণে শিরোপা হাতছাড়া করতে চায় না তারাও। ১৯৮৯ সালে বাংলাদেশে যুব এশিয়া কাপের অভিষেক আসর বসেছিল। প্রথম আসরেই শিরোপা জিতে নেয় ভারত। 

এরপর কেবল ২০১৭ আসরে শিরোপা হাতছাড়া করেছে টিম ইন্ডিয়ার যুবারা। সেবার ফাইনালে পাকিস্তানকে হারিয়ে প্রথমবার শিরোপা জিতে নেয় আফগানিস্তান। এছাড়া প্রতি আসরেই একচ্ছত্র আধিপত্য ছিল ভারতের। রেকর্ড আটবারের চ্যাম্পিয়নদের হারিয়ে নিজেদের প্রথম শিরোপার দ্বারপ্রান্তে বাংলাদেশ।

আরও পড়ুন: বিজয় দিবসের রাতে ঐতিহাসিক জয় মেয়েদের

যুবা টাইগারদের এই ফাইনাল ম্যাচটি বাংলাদেশ থেকে উপভোগ করতে পারবে দর্শকরা। ম্যাচটি সরাসরি দেখাবে টি স্পোর্টস ও ইউটিউব/এসিসি।

বাংলাদেশ একাদশ
আশিকুর রহমান শিবলী, জিসান আলম, চৌধুরী মোহাম্মদ রিজওয়ান, আরিফুল ইসলাম, আহরার আমিন, মোহাম্মদ শিহাব জেমস, মাহফুজুর রহমান রাব্বি (অধিনায়ক), শেখ পারভেজ জীবন, রোহানাত দৌলা বর্ষণ, ইকবাল হোসাইন ইমন ও মারুফ মৃধা।

আরব আমিরাত একাদশ
আরইয়ান শর্মা, আকসাত রাই, তানিশ সুরি, ধ্রুব পরশার, ইয়ায়িন রাই, ইতহান ডিসুজা, আয়ান আফজাল খান, আম্মার বাদামি, হার্দিক পাই, আয়মান আহমেদ ও ওমিদ রেহমান।


সর্বশেষ সংবাদ