র্যাংকিংয়ে দুই ধাপ এগোলো নারী ফুটবল দল
বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার গত উইন্ডোর আগে সিঙ্গাপুরের সঙ্গে র্যাংকিংয়ে বাংলাদেশের ব্যবধান ছিল ১২। নতুন প্রকাশিত ফিফা র্যাংকিংয়ে বাংলার মেয়েদের সেই ব্যবধান কমে দাঁড়িয়েছে তিনে। চলতি মাসে সিঙ্গাপুরের বিপক্ষে ২-০ ব্যবধানে সিরিজ জিতে দুই ধাপ উন্নতি হয়েছে বাংলাদেশ নারী ফুটবল দলের।
প্রথম ম্যাচে সিঙ্গাপুরকে ৩-০ গোলে হারান সাবিনা-সানজিদারা। পরের ম্যাচে সফরকারী দল পাত্তাই পায়নি। ৮-০ গোলের বিশাল জয় নিয়ে মাঠ ছাড়ে স্বাগতিকরা। ফলে ১৪২ থেকে র্যাংকিংয়ে বাংলাদেশের অবস্থান এখন ১৪০-এ। অন্যদিকে ১৩০ থেকে নেমে গেছে ১৩৭ নম্বরে নেমে গেছে সিঙ্গাপুর। দক্ষিণ এশিয়ার দলগুলোর ভেতর বাংলাদেশের চেয়ে এগিয়ে আছেন কেবল নেপাল (১০৫) ও ভারত (৬৫)।
আরও পড়ুন: ভারতকে হারিয়ে যুব এশিয়া কাপের ফাইনালে বাংলাদেশ
প্রথমবারের মতো র্যাংকিংয়ের শীর্ষে উঠেছে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন। যুক্তরাষ্ট্র, জার্মানি ও সুইডেনের পর চতুর্থ দল হিসেবে সিংহাসনে বসার মর্যাদা পেল তারা। দুইয়ে যুক্তরাষ্ট্র, তিনে ফ্রান্স, চারে ইংল্যান্ড ও পাঁচে আছে সুইডেন। সেরা দশ থেকে বেরিয়ে গিয়ে ১১তে আছে ব্রাজিল।