মেসি জিতলেন আরেকটি পুরস্কার

আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি
আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি  © সংগৃহীত

লিওনেল মেসি ফুটবল ইতিহাসের চিরকালীন নক্ষত্র। অধরা বিশ্বকাপের শিরোপা দেখা পেয়ে ২০২২ সালটা স্বপ্নের মতো গেছে আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসির। কয়েক দিন আগেই অষ্টম ব্যালন ডি'অর জিতেছেন লিওনেল মেসি। ২০২২ বিশ্বকাপ জয়ের পর একের পর এক পুরস্কার জিতে চলেছেন আর্জেন্টাইন মহাতারকা। এবার মেসি জিতলেন আরেকটি পুরস্কার।

২০২২-২৩ মৌসুমের রেকর্ড অষ্টমবারের মতো ব্যালন ডি'অরের পুরস্কার জিতেছেন লিওনেল মেসি। এবারের ব্যালন ডি'অরের জন্য বিবেচিত সময়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ৪২ গোল ও ২৬ অ্যাসিস্ট করেন মেসি। 

তবে এবার ২০২৩ মৌসুমে ইন্টার মায়ামির সবচেয়ে গুরুত্বপূর্ণ খেলোয়াড়ের পুরস্কার জিতেছেন মেসি। ২০২৩ মৌসুমের ‘মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার’ বা এমভিপি হিসেবে মেসির নাম ঘোষণা করেছে মায়ামি। এর আগে ইন্টার মায়ামির এমভিপি পুরস্কার জিতেছেন লিওনেল মেসির সাবেক আর্জেন্টাইন সতীর্থ গঞ্জালো হিগুয়েইন ও লুইস মরগান।

মায়ামির মৌসুম ফেব্রুয়ারিতে শুরু হলেও মেসি পিএসজি থেকে এসে যোগ দেন জুলাইয়ে। প্রথম থেকেই মেজর লিগ সকারের ক্লাবটির হয়ে দুর্দান্ত ছিলেন মেসি। ক্লাবের হয়ে প্রথম ১৪ ম্যাচে করেছেন ১১ গোল, আরও ৮ গোলে আছে সহায়তা। 

মেসির এই নৈপূণ্যে ভর করে ইন্টার মায়ামি পেয়েছে নিজেদের ইতিহাসে প্রথম শিরোপা। মায়ামিকে লিগস কাপের সেই শিরোপা জেতাতে টুর্নামেন্টে সর্বোচ্চ ১০ গোল করেন মেসি। হন টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ও।

আরো শিরোপা জেতার আকাঙ্ক্ষা মেসির

ইন্টার মায়ামির খেলোয়াড় হিসেবে এবার ব্যালন ডি’অর জিতেছেন লিওনেল মেসি। মায়ামি সমর্থকদের জন্য এ যেন দুর্দান্ত এক মুহূর্ত। আর্জেন্টাইন কিংবদন্তির এই সাফল্য উদযাপন করেছে তাঁর ক্লাব ইন্টার মায়ামি। এ মৌসুমে যুক্তরাষ্ট্রের ক্লাবটিকে প্রথমবার শিরোপা জেতাতে বড় অবদান রাখেন মেসি। ব্যালন ডি'অর উদযাপনের অনুষ্ঠানে এসে আরো শিরোপা জেতার আকাঙ্ক্ষার কথা শুনিয়েছেন মেসি।

আরও পড়ুন: পাপন-সাকিবের পদত্যাগ চেয়ে আইনি নোটিশ

মেসির ব্যালন ডি'অর উদযাপন অনুষ্ঠান বলেই মায়ামির ডিআরভি পিংক স্টেডিয়ামে সমর্থকদের ভিড়ে কানায় কানায় পূর্ণ ছিল। মেসি মাঠে প্রবেশ করতেই 'মেসি মেসি' বলে উচ্চধ্বনিতে মেতে ওঠে ভক্তরা। সমর্থকদের এমন উচ্ছ্বাস দেখে ধন্যবাদ জানিয়েছেন মেসি, 'দারুণ আয়োজনের জন্য ধন্যবাদ সবাইকে। এখানে খুব বেশিদিন আসিনি, কিন্তু মনে হচ্ছে অনেক দিন ধরেই এখানে আছি।


সর্বশেষ সংবাদ