ওয়ানডের সেরা বোলার এখন শাহিন আফ্রিদি

শাহিন আফ্রিদি
শাহিন আফ্রিদি  © সংগৃহীত

চলমান একদিনের ক্রিকেট বিশ্বকাপে শুরুটা ভালো হয়নি পাকিস্তানের পেসার শাহিন আফ্রিদির। তবে আসরের বয়স বাড়তেই ফর্মে ফিরেছেন তিনি। এরই মধ্যে যৌথভাবে আসরের সর্বোচ্চ ১৬ উইকেট নিয়েছেন শাহিন। মঙ্গলবার বাংলাদেশের বিপক্ষে ৩ উইকেট নিয়ে ওয়ানডে ক্যারিয়ারের ১০০ উইকেট নেওয়ার কীর্তি গড়েছেন। 

ওই কীর্তির সঙ্গে আরও একটি সুখবর পেয়েছেন শাহিন আফ্রিদি। পাকিস্তানের বাঁ-হাতি এই পেসার প্রথমবার ওয়ানডে র‌্যাঙ্কিংয়ের সেরা বোলার হয়েছেন। সাত ধাপ লাফিয়ে জস হ্যাজলউড-মোহাম্মদ সিরাজদের পেছনে ফেলে সেরা হয়েছেন তিনি। 

শাহিন র‌্যাঙ্কিংয়ে শীর্ষে ওঠায় অস্ট্রেলিয়ার পেসার হ্যাজলউড দুইয়ে নেমে গেছেন। এছাড়া সিরাজ, কেশব মহারাজ, ট্রেন্ট বোল্ট, রশিদ খান, কুলদীপ যাদব ও মুজিব উর এক ধাপ করে পিছিয়েছেন। 

ওয়ানডের ব্যাটিং র‌্যাঙ্কিংয়ে শীর্ষে আছে বাবর আজম। বিশ্বকাপে তিন ফিফটি করেছেন বাবর। তবে তার কাছে দলের যে প্রত্যাশা ছিল তা মেটাতে পারেননি। ৭ ইনিংসে তিনি ২১৬ রান করতে পেরেছেন। তারপরও শীর্ষস্থান আছে তার দখলে। তবে শুভমান গিল তাকে হটিয়ে শীর্ষে ওঠার খুব কাছে আছেন। তাদের রেটিং ব্যবধান মাত্র ২।


সর্বশেষ সংবাদ