বিশ্বকাপে ভারতের বিপক্ষে সর্বোচ্চ রানের উদ্বোধনী জুটি গড়ল বাংলাদেশ 

লিটন-তামিম
লিটন-তামিম   © সংগৃহীত

টস জিতে ব্যাট করতে নেমে সাবধানী শুরু বাংলাদেশের দুই ওপেনার লিটন দাস ও তানজিদ হাসানের। ছয় ম্যাচ পর কোনো উইকেট না হারিয়ে প্রথম পাওয়ার প্লের ১০ ওভার পার করল বাংলাদেশ।

১৪.৫ ওভারে প্রথম ইউকেটের পতন হয় বাংলাদেশের। ৪৩ বলে ৫১ রান করে আউট হন তামিম। আর এতে বিশ্বকাপে ভারতের বিপক্ষে ৯৪ অর্থাৎ সর্বোচ্চ রানের উদ্বোধনী জুটি করলো বাংলাদেশ। 

এই প্রতিবেদন লেখার সময় ১৭.৩ ওভার শেষে ১ উইকেটে ১০১ রান বাংলাদেশের। লিটন ৪২ ও শান্ত ৫ রানে ব্যাট করছেন।

পুনের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামের স্লো আউটফিল্ডে ভারতের বিপক্ষে নিজেদের ইনিংসও ধীরে শুরু করেন লিটন-তানজিদ। এবারের বিশ্বকাপে নিজেদের আগের তিন ম্যাচে উদ্বোধনি জুটিতে আফগানিস্তানের বিপক্ষে ১৯, ইংল্যান্ডের বিপক্ষে ১৪, নিউজিল্যান্ডের বিপক্ষে ০ রান এসেছিল তাদের জুটি থেকে। আজ উদ্বোধনি জুটিতে রান জমাতে শুরুতে রক্ষণাত্মক খেলেন তারা।


সর্বশেষ সংবাদ