বিশ্বকাপে ফের অঘটন, দক্ষিণ আফ্রিকাকে হারাল নেদারল্যান্ডস

  © সংগৃহীত

চলমান ক্রিকেট বিশ্বকাপের আবারও অঘটন ঘটেছে। আজ মঙ্গলবার টুর্নামেন্টের হট ফেবারিট দক্ষিণ অফ্রিকাকে ৩৮ রানে হারাল নেদারল্যান্ডস। চলমান বিশ্বকাপের ১৫তম ম্যাচে এ অঘটন ঘটে।

এর আগে গত রবিবার ১৩তম ম্যাচে প্রথম অঘটন ঘটেছিল। সেদিন দিল্লিতে বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে ৬৯ রানের বড় ব্যবধানে হারিয়েছিল আফগানিস্তান। প্রথমে ব্যাট করে ২৮৪ রান তুলেছিল আফগানিস্তান। রান তাড়ায় ২১৫ রানে থেমে যায় ইংল্যান্ডের ইনিংস। 

আজ ধারামশালায় বৃষ্টির কারণে নির্ধারিত সময়ের দুই ঘণ্টা পর শুরু হয় খেলা। উভয় ইনিংস থেকে কাটা পড়ে ৭টি করে ওভার। বৃষ্টিস্নাত কন্ডিশনে টস জিতে ফিল্ডিং নেয় দক্ষিণ আফ্রিকা। শুরুতে দারুণ বোলিংয়ে তারা চেপে ধরে ডাচদের। 

নেদারল্যান্ডস অধিনায়কের পঞ্চাশ পেরোনো ইনিংসের সঙ্গে শেষ দিকে রুলফ ফন ডার মেরওয়া, আরিয়ান দত্তের ক্যামিওর সৌজন্যে নির্ধারিত ৪৩ ওভারে ৮ উইকেটে ২৪৫ রান করেছে নেদারল্যান্ডস। জবাবে ৪২ ওভার ৫ বলে সব উইকেট হারিয়ে দক্ষিণ আফ্রিকা সংগ্রহ করে ২০৭ রান।


সর্বশেষ সংবাদ