সাংবাদিকদের বের করে দেওয়ার ঘটনায় দুঃখ প্রকাশ লিটনের

লিটনের ফেসবুক পোস্টের ছবি
লিটনের ফেসবুক পোস্টের ছবি   © সম্পাদিত

পুনের টিম হোটেলে নিরাপত্তাকর্মী ডেকে সাংবাদিকদের বের করে দেওয়ার ঘটনায় ভুল স্বীকার করেছেন জাতীয় দলের ওপেনার লিটন কুমার দাস। সোমবার সকালে নিজের ফেসবুক পেজে ব্যানার পোস্ট করে দুঃখ প্রকাশ করেন তিনি। 

স্ট্যাটাসে তিনি বলেন, গতকাল টিম হোটেলে ঘটে যাওয়া অনাকাঙ্খিত ঘটনার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। আসলে আমি বুঝতে পারিনি সেখানে এত গণমাধ্যমকর্মীদের অবস্থান ছিল।

তিনি আরও বলেন, হুট করে ঘটে যাওয়া ঘটনার জন্য আমি দুঃখ প্রকাশ করছি। মিডিয়ার প্রতি আমি বরাবরই শ্রদ্ধাশীল। বাংলাদেশ ক্রিকেট এগিয়ে যাওয়ার পেছনে গণমাধ্যমকর্মীদের অবদান অনস্বীকার্য।

আরও পড়ুন: বিশ্বকাপের প্রথম অঘটন, বিশ্ব চ্যাম্পিয়নকে হারাল আফগানিস্তান

এর আগে গতকাল লবিতে সাংবাদিকদের দেখে বিগড়ে যান লিটন। নিরাপত্তাকর্মী ডেকে জিজ্ঞেস করেন এখানে সাংবাদিক কেন। এরপর ক্রিকেটারদের ভিডিও করা হচ্ছে এমন অভিযোগ করে হোটেল থেকে তাদের বের করে দিতে বলেন তিনি। 

লিটনের চাওয়া মতো সাংবাদিকদের হোটেল থেকে বেরিয়ে যাওয়ার অনুরোধ করেন হোটেলের নিরাপত্তাকর্মী। এরপর সাংবাদিকদের মধ্যে ক্ষোভ জমা হয়। 


সর্বশেষ সংবাদ