আড়াইশ’র গণ্ডি পেরোতে পারল না বাংলাদেশ

মুশফিকুর রহিমের ফিফটিতে কিউইদের ২৪৬ রানের লক্ষ্যমাত্রা দিয়েছে সাকিব বাহিনী
মুশফিকুর রহিমের ফিফটিতে কিউইদের ২৪৬ রানের লক্ষ্যমাত্রা দিয়েছে সাকিব বাহিনী  © সংগৃহীত

টপ অর্ডারদের ব্যাটিং ব্যর্থতায় সাকিব আল হাসান ও মুশফিকুর রহিমের প্রায় শতরানের ঝুটির পরও আড়াইশ রানের গণ্ডি পেরোতে পারল না বাংলাদেশ। তবে শেষ দিকে মাহমুদউল্লাহর অপরাজিত ৪৯ বলে ৪১ রানের সুবাধে আড়াইশ’র কাছাকাছি গেল টাইগাররা।

আজ শুক্রবার (১৩ অক্টোবর) চেন্নাইয়ের এম চিদাম্বরম স্টেডিয়ামে ওয়ানডে বিশ্বকাপে নিজেদের তৃতীয় ম্যাচে নিউজিল্যান্ডের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। টপ অর্ডারদের ব্যাটিং ব্যর্থতায় ৫৬ রানে ৪ উইকেট হারায় টাইগাররা। অভিজ্ঞ মুশফিকুর রহিমের একমাত্র ফিফটিতে কিউইদের ২৪৬ রানের লক্ষ্যমাত্রা দিয়েছে সাকিব বাহিনী।

প্রথম ব্যাটিং করে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ২৪৫ রান সংগ্রহ করে বাংলাদেশ। টাইগারদের হয়ে সর্বোচ্চ ৬৬ রানের ইনিংস খেলেন মিস্টার ডিপেন্ডেবল নামে পরিচিত মুশফিকুর রহিম।

অবশ্য শেষ ৩ উইকেটে বাংলাদেশ তুলেছে ৬৫ রান, তাতে মাহমুদউল্লাহর অবদান ৩৮ রান, যিনি অপরাজিত ছিলেন ৪৯ বলে ৪১ রানে।


সর্বশেষ সংবাদ