প্রথমবারের মতো ওয়ানডেতে বাংলাদেশের অধিনায়ক শান্ত
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২৩, ০৮:৩৭ PM , আপডেট: ২৪ সেপ্টেম্বর ২০২৩, ০৮:৩৭ PM
নিউজিল্যান্ডের বিপক্ষে তৃতীয় ম্যাচে বিশ্রাম চেয়েছেন অধিনায়ক লিটন কুমার দাস। এ জন্য প্রথমবারের মতো জাতীয় দলের অধিনায়কের দায়িত্ব পেয়েছেন নাজমুল হোসেন শান্ত।
আজ রবিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। তৃতীয় ও শেষ ওয়ানডেতে খেলছেন না সাবেক অধিনায়ক তামিম ইকবালও।
নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দলে রাখা হয়নি বাংলাদেশ দলের বেশির ভাগ ক্রিকেটারকে। বিশ্বকাপকে সামনে রেখে বিশ্রাম দেওয়া হয়েছিল তাদের। এই ম্যাচগুলোতে নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসানের অনুপস্থিতিতে অধিনায়কত্ব করেছিলেন লিটন কুমার দাস।
শেষ ওয়ানডের জন্য বাংলাদেশ স্কোয়াড : নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, জাকির হাসান, এনামুল হক বিজয়, তাওহীদ হৃদয়, মাহমুদ উল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ, শেখ মাহেদী হাসান, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, হাসান মাহমুদ ও রিশাদ হোসেন।