প্রমাণের মঞ্চে মাহমুদউল্লাহ, সুযোগ পাচ্ছেন মাইলফলক স্পর্শের
- টিডিসি স্পোর্টস
- প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২৩, ১১:৪৯ AM , আপডেট: ২১ সেপ্টেম্বর ২০২৩, ১১:৪৯ AM
আজ নিউজিল্যান্ডের বিরুদ্ধে শুরু হচ্ছে তিন ম্যাচ ওয়ানডে সিরিজ। নিউজিল্যান্ড সিরিজে ফিরেছেন মাহমুদউল্লাহ রিয়াদ। এর আগে এশিয়া কাপে মাহমুদউল্লাহকে স্কোয়াডে না রাখায় আলোচনা-সমালোচনা তৈরী হয় ক্রীড়াঙ্গনে। তবে আজ প্রমাণের মঞ্চে মাহমুদউল্লাহকে ফিরতে হবে স্বরূপে, ব্যাটে-বলে চেনাতে হবে নতুন করে। আর ৫০ রান করলেই ওয়ানডেতে বাংলাদেশের চতুর্থ ব্যাটার হিসেবে ৫ হাজার রান পূর্ণ হবে মাহমুদুল্লাহর।
বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে শুরু হচ্ছে বাংলাদেশ ও নিউজিল্যান্ডের মধ্যকার তিন ম্যাচের এই ওয়ানডে সিরিজ। আজ দুপুর দুইটায় ম্যাচটি শুরু হবে। নিউজিল্যান্ডের বিপক্ষে শুরু হওয়া তিন ম্যাচের ওয়ানডে সিরিজেই মাইলফলক স্পর্শ করার সুযোগ পাচ্ছেন মাহমুদউল্লাহ।
২০০৭ সালের জুলাইয়ে কলম্বোতে শ্রীলংকার বিপক্ষে ওয়ানডে অভিষেক হয় মাহমুদুল্লাহর। এ বছরের মার্চে চট্টগ্রামে ইংল্যান্ডের বিপক্ষে ক্যারিয়ারের সর্বশেষ ওয়ানডে খেলেছেন তিনি। এখন পর্যন্ত ২১৮ ম্যাচের ১৯০ ইনিংসে ৩টি সেঞ্চুরি ও ২৭টি হাফ-সেঞ্চুরিতে ৩৫ দশমিক ৩৫ গড়ে ৪৯৫০ রান করেছেন মাহমুদুল্লাহ। ৩৭ বছর বয়সী মাহমুদুল্লাহর আগে বাংলাদেশের হয়ে ৫ হাজার রান পূর্ণ করেছেন তামিম ইকবাল, মুশফিকুর রহিম ও বর্তমান অধিনায়ক সাকিব আল হাসান।
এবার দীর্ঘ ১০ বছর পর আবার কিউইদের বিপক্ষে ঘরের মাঠে ওয়ানডে সিরিজে মাঠে নামছে টাইগাররা। তবে এত বছরের অপেক্ষায় বাধা হয়ে দাঁড়াতে পারে বৃষ্টি। গতকাল বুধবার থেকেই থেমে থেমে বৃষ্টি হয়েছে ঢাকায় এবং আজ প্রায় সারাদিনই বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
বিশ্বকাপের আগে দুই দলই তাদের সেরা কয়েকজন ক্রিকেটারকে বিশ্রাম দিয়েছে। বাংলাদেশ দলে অধিনায়ক সাকিব আল হাসান, অন্যতম সিনিয়র ক্রিকেটার মুশফিকুর রহিম, অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ, তিন পেসার তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও হাসান মাহমুদকে বিশ্রাম দেওয়া হয়েছে। তবে এ সিরিজে মাঠে ফিরছেন অভিজ্ঞ বাকি দুই ক্রিকেটার তামিম ইকবাল ও মাহমুদউল্লাহ রিয়াদ। সাকিবের অনুপস্থিতিতে দলকে নেতৃত্ব দেবেন লিটন দাস।
আরও পড়ুন: বাংলাদেশ-নিউজিল্যান্ড প্রথম ওয়ানডে আজ
এদিকে, তামিম ইকবালের জন্য এ এক অন্যরকম শুরু। সর্বশেষ হোম সিরিজেও তিনি ছিলেন অধিনায়ক। সিরিজ চলাকালে হুট করেই অবসরের ঘোষণা দেন। এ নিয়ে এরপর নাটক কম হয়নি। সেই সিরিজের শেষ দুই ওয়ানডেতে খেললেন না। প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে অবসরের সিদ্ধান্ত থেকে ফিরলেও পিঠের চোটে রইলেন এশিয়া কাপের দলের বাইরে।চোট কাটিয়ে এখন এই প্রস্তুতিটা বিশ্বকাপের আগে নিজেকে ফিরে পাওয়ারও।
ওয়ানডে ইতিহাসে দেশের সবচেয়ে সফল ব্যাটার তামিম ইকবাল। ক্যারিয়ারে ১৪ শতকের শেষটা করেছিলেন পাক্কা ২৬ মাস আগে, জিম্বাবুয়ের বিপক্ষে হারারেতে। ম্যাচের হিসেবে সর্বশেষ ২২টিতে পাঁচটি ফিফটি থাকলেও তিন অঙ্কে পৌঁছায়নি কোনো ইনিংস। চেমসফোর্ডে আয়ারল্যান্ডের বিপক্ষে ৮২ বলে ৬৯ করার পর আফগানদের বিপক্ষে চট্টগ্রামে সিরিজের প্রথম ম্যাচে ২১ বলে ১৩! সর্বশেষ ১১ ইনিংসে মাত্র একটি ফিফটির হিসাবটা বড্ড বেমানান ২৪১ ম্যাচ খেলে দেশের হয়ে ওয়ানডেতে সর্বোচ্চ ৮৩১৩ রানের মালিক তামিমের সঙ্গে।
ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশের শীর্ষ পাঁচ ব্যাটার :
ব্যাটার ম্যাচ ইনিংস রান গড় ১০০ ৫০
তামিম ইকবাল ২৪১ ২৩৯ ৮৩১৩ ৩৬.৬২ ১৪ ৫৬
মুশফিকুর রহিম ২৫৫ ২৩৮ ৭৩৮৮ ৩৭.১২ ৯ ৪৬
সাকিব আল হাসান ২৪০ ২২৭ ৭৩৮৪ ৩৭.৬৭ ৯ ৫৫
মাহমুদুল্লাহ রিয়াদ ২১৮ ১৯০ ৪৯৫০ ৩৫.৩৫ ৩ ২৭
মোহাম্মদ আশরাফুল ১৭৫ ১৬৮ ৩৪৬৮ ২২.৩৭ ৩ ২০