সুপার ফোরে বাংলাদেশ-পাকিস্তান মহারণ আজ
আজ বাংলাদেশ-পাকিস্তানের ম্যাচ দিয়ে শুরু হচ্ছে টুর্নামেন্টের সুপার ফোর পর্ব। সুপার ফোরের প্রথম ম্যাচেই ওয়ানডে র্যাঙ্কিংয়ের শীর্ষ দল পাকিস্তানের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। ২০১৯ বিশ্বকাপের পর প্রথমবারের মতো ওয়ানডেতে মুখোমুখি হচ্ছে দুই দল।
লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে বুধবার (৬ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় দুপুর সাড়ে ৩টায় সুপার ফোরের প্রথম ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ-পাকিস্তান।
স্কোয়াডে যুক্ত হয়েছেন লিটন কুমার দাস। আর হ্যামস্ট্রিংয়ের চোটে ছিটকে গিয়েছেন টুর্নামেন্টে এখন পর্যন্ত সর্বোচ্চ রান সংগ্রাহক ব্যাটার নাজমুল হোসেন শান্ত। ওপেনিংয়ে পরিবর্তন আসতে যাচ্ছে সেটা এক প্রকার নিশ্চিত। ফিরছেন লিটন দাস, যে কারণে আবারো নিচে ব্যাট করতে হতে পারে মেহেদী হাসান মিরাজকে।
নাঈম শেখ থাকছেন আরেক ওপেনার হিসেবে। তিনে দেখা যেতে পারে তাওহীদ হৃদয়কে। আগের ম্যাচে ভাল না করলেও, তাকে আরও একটা সুযোগ দেওয়ার সম্ভাবনা আছে। মিডল অর্ডার বিশ্বস্ত নাম সাকিব আল হাসান এবং মুশফিকুর রহিম। চারে সাকিব আর পাঁচে মুশফিক অনেকটাই নিশ্চিত। ছয়ে আফিফ হোসেন এবং সাতে দেখা যেতে পারে মিরাজকে। আটে থাকতে পারেন শামীম পাটোয়ারী।
এদিকে একাদশে পাকিস্তানে আনা হয়েছে এক পরিবর্তন। নেপাল ও ভারতের বিপক্ষে খেলা একাদশ থেকে বাদ পড়েছেন মোহাম্মদ নেওয়াজ। তার জায়গায় দলে এসেছেন পেসার ফাহিম আশরাফ।
এছাড়া পেস আক্রমণে থাকছেন নাসিম শাহ, শাহিন আফ্রিদি ও হারিস রউফ। স্পিনার হিসেবে দলে আছেন কেবল শাদাব খান। আর বাবর আজম, ফখর জামান, ইমাম-উল-হক, ইফতিখার আহমেদদের মতো শক্তিশালী ব্যাটিং লাইন আপ নিয়েই মাঠে নামবে পাকিস্তান।
‘এ’ গ্রুপ থেকে সুপার ফোরে পা রেখেছে পাকিস্তান। আর ‘বি’ গ্রুপ থেকে কোয়ালিফাই করেছে বাংলাদেশ।
আরও পড়ুন: রাহুলকে নিয়ে বিশ্বকাপ দল ঘোষণা ভারতের, জায়গা হলো না চাহালের
টাইগারদের সম্ভাব্য একাদশ
নাঈম শেখ, লিটন দাস, তাওহীদ হৃদয়, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ, শামীম পাটোয়ারী, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, শরিফুল ইসলাম।
পাকিস্তান একাদশ
বাবর আজম (অধিনায়ক), শাদাব খান, ফখর জামান, ইমাম উল হক, সালমান আলী আঘা, ইফতিখার আহমেদ, মোহাম্মদ রিজওয়ান, ফাহিম আশরাফ, নাসিম শাহ, শাহিন শাহ আফ্রিদি ও হারিস রউফ।